চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়ার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। দীর্ঘ দিন কারাগারে বন্দি রাখার কারণে পর্যাপ্ত চিকিৎসা থেকে তিনি বঞ্চিত হয়ে অনেকগুলো রোগে আক্রান্ত হয়েছেন। সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তাকে মুক্তি দেয়া হয়েছে। কিন্তু বাসা থেকে শুধু এভার কেয়ার হাসপাতাল পর্যন্তই তিনি মুক্ত। সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করছে। এতদিন দেশনেত্রীকে রাজনীতি ও জনগণ থেকে দূরে রেখেছে। এখন তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের মাঠে শুক্রবার কেন্দ্রীয় বিএনপি ঘোষিত গণমিছিল ও শনিবার পদযাত্রা কর্মসূচি সফল করার লক্ষ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। প্রস্তুতি সভার পর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগর বিএনপির পক্ষ থেকে দলীয় কার্যালয়ের আশেপাশে ও নুর আহম্মেদ সড়ক, কাজীর দেউড়ি মোড়ে লিফলেট বিতরণ করা হয়। এর আগে নগরীর কদমতলী মোড় ও শুভপুর বাস স্টেশন এলাকায় মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ এখন দিশেহারা। একটি ডিমের দাম ১৬ টাকা হয়ে গেছে। গ্যাস, পানি ও বিদ্যুতের অসহনীয় মূল্যবৃদ্ধির কারণে মানুষ অসহায়। অবৈধ এ সরকারের পতন অনিবার্য করে তুলতে সবাইকে মাঠে নেমে আসতে হবে।
কেন্দ্রীয় বিএনপির শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন বলেন, ক্ষমতাসীনরা লুটপাট ও দুর্নীতি করে বিদেশে অর্থ পাচার করছে। মানুষের সম্পদ চুরি করে বাইরে নেয়ার হিসাব আগামী দিনে অবশ্যই দিতে হবে।
মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা দিনের পর দিন ভয়াবহ আকার ধারণ করছে। দেশনেত্রীর বিপুল জনপ্রিয়তা শেখ হাসিনা সহ্য করতে পারেন না বলেই মিথ্যা অভিযোগে সাজানো মামলায় তাকে গৃহবন্দি করে রেখেছে। কিন্তু জনগণ তাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুস সাত্তার, সৈয়দ আজম উদ্দীন, এস এম সাইফুল আলম, এস কে খোদা তোতন, নাজিমুর রহমান, শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা, আবদুল মান্নান, আহ্বায়ক কমিটির সদস্য এরশাদ উল্লাহ, হারুন জামান, হাজী মো. আলী, মাহবুব আলম, অ্যাডভোকেট মুফিজুল হক ভূঁইয়া, ইকবাল চৌধুরী, এস এম আবুল ফয়েজ, আশরাফ চৌধুরী, নাজিম উদ্দীন আহমেদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।