জনগণের অধিকার আদায়ের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির প্রতিনিধি সভা

| বৃহস্পতিবার , ২৩ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

খালেদা জিয়ার চিকিৎসাসহ জনগণের সব অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ সংগ্রামে শামিল হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার। গত মঙ্গলবার নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী সাজানো মামলায় জেল হাজতে দিন কাটাচ্ছে। শুধু কারাগারে রেখেই তারা ক্ষান্ত হয়নি, তারা বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাঁধার সৃষ্টি করছে। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করাসহ জনগণের সব অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানান।
রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শওকত আলী নুরের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক মহসিনের সঞ্চালনায় প্রধান বক্তার ভাষণে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় বাঁধা সৃষ্টি করে সরকার অমানবিকতার সব সীমা লঙ্ঘন করেছে। এতে আরও বক্তব্য রাখেন হারুনুর রশিদ হারুন, অধ্যাপক ইউনুস চৌধুরী, আজম খান, মোঃ আবু আহমেদ হাসনাত, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, মাহবুব সাফা ,নবাব মিয়া চেয়ারম্যান, ফজলুল হক, নিজামুল হক তপন, মোঃ আব্দুস সালাম, মোহাম্মদ আইয়ুব, এডভোকেট কামাল হোসেন, করিম সওদাগর, সিরাজুল ইসলাম, আহমেদ কামাল, লিয়াকত আলী মেম্বার, মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ শামসু, মোবারক আলী বান্টু, আব্দুল আজিজ, আক্তার হোসেন, আব্দুস শুক্কুর, মাহবুব আলম প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পপতি ডা. চৌধুরী হাসান মাহমুদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধশীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান