জনগণকে সাথে নিয়ে সকল নৈরাজ্য রুখে দেয়া হবে

অবস্থান কর্মসূচিতে এমপি লতিফ

| বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৪:২০ পূর্বাহ্ণ

সংসদ সদস্য এম. এ. লতিফের উদ্যোগে বিএনপি-জামাত চক্রের ষড়যন্ত্রের হাত থেকে জনগণের জানমাল রক্ষায় বন্দর-পতেঙ্গা এলাকার ৬টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গতকাল ইপিজেড মোড়, সল্টগোলা বাজার, স্টীল মিল, কাঠগড় মোড়, আগ্রাবাদ বাদামতলী মোড় ও সিমেন্ট ক্রসিং মোড়ে আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচীতে অংশগ্রহণ করে। অবস্থান কর্মসূচী পালনকালে এম. এ. লতিফ এমপি বলেন-আওয়ামীলীগ বিএনপি-জামাতের হুমকি ধমকিতে দমিয়ে যাওয়া কোন দল নয়। ১৯৭১ সালে এ দলের নেতৃত্বে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্তানিদের বিতাড়িত করে বিজয় ছিনিয়ে এনেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে আওয়ামীলীগ বিএনপি-জামাতের সমস্ত সন্ত্রাস ও নৈরাজ্য রুখে দিবে।
নগরীর বিভিন্ন সাথে অবস্থান কর্মসূচী পালনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমেদ, আবদুল বারেক, জিয়াউল হক সুমন, সাবেক কাউন্সিলর মো. আসলাম, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, আব্দুল হালিম, ওয়াহিদুল আলম, মোহাম্মদ আলী, নুর মোহাম্মদ, আকবর হোসেন কবি, নুরুল আলম, শাহাদাৎ হোসেন, আলী আকবর, মঈনুল ইসলাম, নজরুল ইসলাম, জামাল উদ্দিন রাজু, মো. সালাউদ্দিন, আহমেদ আব্দুর রহিম চৌধুরী, সুফিউর রহমান টিপু, আব্দুল মতিন মাষ্টার, ইমাম হোসেন, শামসুল ইসলাম, আলমগীর হাসান, নেছার মিয়া আজিজ, মো. আলমগীর, সুলতান, মুস্তাকিম আহমদ গুড্ডু, এস. এম. পারভেজ, মামুনুজ্জামান, হাসান উদ্দিন সোহেল, মো. দিদার, মো. সাজ্জাদ, মো. শহীদ শেঠ, মো. জুয়েল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভূমি কমিশনের সভা স্থগিতের পর রাঙামাটিতে হরতালও স্থগিত
পরবর্তী নিবন্ধমহেশখাল সড়ক ও ব্রিজের উদ্বোধন