জনগণকে সাথে নিয়ে বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে আওয়ামী লীগ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ২৩ মে, ২০২৩ at ৭:৪৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম নগরী ও বিভিন্ন উপজেলায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন বিক্ষোভ সামাবেশ থেকে নেতৃবৃন্দ বলেন, হত্যাষড়যন্ত্রের রাজনীতি থেকে বের হতে পারেনি বিএনপি। জনগণকে সঙ্গে নিয়ে দলটিকে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান এমপি বলেছেন, বাংলাদেশে বঙ্গবন্ধু, তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতাসহ অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি, বিএনপি জামাতের যদি এই দেশটা পছন্দ না হয় তাহলে তারা তাদের প্রিয় দেশে চলে যাক, কিন্তু বাংলাদেশে থেকে ডিজিটাল বাংলাদেশের সকল সুবিধা নিয়ে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আলোকবর্তিকা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার দুঃসাহস দেখায়। এই লোকের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি থানায় মামলা হওয়া উচিত। গতকাল সোমবার বিকেল ৩টায় আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন এড. মির্জা কছির উদ্দিন, প্রদীপ দাশ, এড. জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনসুর, আবু জাফর, নুরুল আবছার চৌধুরী, বোরহান উদ্দিন এমরান, খোরশেদ আলম, এড. মুজিবুল হক, রাশেদ মনোয়ার, ডা. তিমির বরণ চৌধুরী, আইয়ুব আলী, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ বি.কম, বিজন চক্রবর্ত্তী, আবুল কালাম আজাদ, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, সেলিম নবী, নাসির আহমদ চেয়ারম্যান, শামীমা হারুন লুবনা, জহুরুল ইসলাম জহুর, মো: জোবায়ের, আতিকুর রহমান চৌধুরী, মোহাম্মদ ফারুক, আইয়ুব বাবুল, নাছির উদ্দিন, মাস্টার সিরাজুল ইসলাম, শহীদুল ইসলাম, জসিম উদ্দিন, এস এম বোরহান উদ্দিন, আমির উদ্দিন চৌধুরী, মমতাজ উদ্দিন, দিদারুল আলম, সুরেশ দাশ, খালেদা আক্তার চৌধুরী, কে এম পারভেজ প্রমুখ।

পটিয়া আওয়ামী লীগ : পটিয়া প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পটিয়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল সোমবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড় চত্বরে গিয়ে শেষ হয়। এর আগে উপজেলা পরিষদ চত্বরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ..ম সামশুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, দেবব্রত দাশ, আবদুল খালেদ, মোহাম্মদ সৈয়দ, আবদুল্লাহ আল হারুন, আবু ছালেহ চৌধুরী, আলমগীর খালেদ, এম এজাজ চৌধুরী, ইঞ্জিনিয়ার সৈয়দ মোরশেদ উল্লাহ, বেলাল উদ্দিন, মাজেদা বেগম শিরু, আলমগীর আলম, এম এন এ নাছির, হাসান উল্লাহ চৌধুরী, ইমরান উদ্দিন বশির, মাষ্টার রিটন নাথ, রবিউল হোসেন রুবেল, শামসুল ইসলাম, আারাফাত শাকিল, আবদুল্লাহ আল নোমান প্রমুখ।

চসিক মেয়র : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি চান সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল এক বিবৃতিতে মেয়র বলেন, পঁচাত্তরের ঘাতকদের প্রেতাত্মা দেশের চলমান উন্নয়নের ধারা দেখে ঈর্ষান্বিত। হায়েনাদের এই দলের একজন প্রতিনিধি চলমান উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। এই হুমকিদাতাকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে আর কেউ পঁচাত্তরের পুনরাবৃত্তি ঘটানোর কথা ভাবতেও ভয় পায়। জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে মেয়র বলেন, একাত্তরে পরাজিত স্বাধীনতাবিরোধী গোষ্ঠী পিছনের দরজা দিয়ে ক্ষমতার অন্দরমহলে প্রবেশের দিবাস্বপ্ন দেখছে। এই হুমকি সেই দু:স্বপ্নেরই অংশ। নির্বাচন ছাড়া কোন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে কেউ ক্ষমতায় আসার চেষ্টা করলে তাকে প্রতিহত করতে চট্টগ্রামের জনগণকে নিয়ে মাঠে নামব।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, পাকিস্তানী ভাব ধারায় বিশ্বাসী একটি চক্র সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। তিনি গতকাল দোস্ত বিল্ডিং চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকির প্রতিবাদী বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, খুনী সন্ত্রাসীদের কিভাবে শায়েস্তা করতে হয় তা আওয়ামী লীগ কর্মীদের ভালো করেই জানা আছে। যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি এড. ফখরুদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, জসিম উদ্দিন, জসিম উদ্দিন শাহ, আলাউদ্দিন সাবেরী, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, এনায়েত হোসেন নয়ন, আ স ম ইয়াছিন মাহমুদ, বেদারুল আলম চৌধুরী বেদার, মো. ইদ্রিচ, মো. সেলিম উদ্দিন, গোলাম রব্বানী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, দিলোয়ারা ইউসুফ, এড. বাসন্তী প্রভা পালিত, সৈয়দা রিফাত আকতার নিশু, সেলিম সাজ্জাদ, রওশন আরা রত্না, হারুন অর রশীদ, শফিউল আলম প্রমুখ।

রাউজান উপজেলা আওয়ামী লীগ : রাউজান প্রতিনিধি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাউজান উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন উপজেলার উত্তর দক্ষিণ দুটি পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল সোমবার মুন্সিরঘাটায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও দক্ষিণ রাউজানের নেয়াপাড়া পথেরহাটে দুটি কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি দুটিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাবের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয় উপজেলা সদরে। এখানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, কাজী ইকবাল, কামরুল হাসান বাহাদুর, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী, মাহাবুলুল আলম, এসএম বাবর, শফিকুল ইসলাম, বিএম জসিম উদ্দিন হিরু, আবদুল জব্বার সেহেল, রবিন্দ্র লাল চৌধুরী, নিজাম উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, মুছা আলম খান। দক্ষিণ রাউজানের নোয়াপাড়ার পথের হাটে এই ইস্যুতে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম। এখানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমদ, চেয়ারম্যান সাহাবুদ্দিন আরিফ, চেয়ারম্যান বাবুল মিয়া, চেয়ারম্যান রোকন উদ্দিন, আওয়ামীলীগ নেতা জাফর আহমদ,মঞ্জুর হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।

দক্ষিণ জেলা যুবলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে দ্রুত গ্রেফতারের দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বোয়ালখালী উপজেলা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভায় গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহসভাপতি মর্তাজা কামাল মুন্সি, সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আ..ম ফরহাদুল আলম, সাইফুল ইসলাম টিটু, রাজু দাশ হিরু, জাহেদুল হক মার্শাল, কুতুব উদ্দিন শাহ ইমন, আবদুল মান্নান রানা, সায়েম কবির, সাইদুল আলম, কাজী রাসেল, মোঃ সরোয়ার আলম, আবু জাহেদ, আবদুল মোনাফ মহিন, আরিফুল হাসান রুবেল, এস এম কাজেম প্রমুখ।

যুবলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি যুব সংগঠক এম আর আজিমের উদ্যোগে নগরীর শিল্পকলা একাডেমি সংলগ্ন এম এম আলী রোডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এম আর আজিমের সভাপতিত্বে ও আসহাব রসূল চৌধুরী জাহেদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন হাবিব উল্লাহ নাহিদ, আছিফুর রহমান মুন্না, ফারুকুল ইসলাম অঙ্কুর, কাজী রাজেশ ইমরান, ফজলুল কবির সোহেল, মেজবাহ উদ্দিন আহমদ মোর্শেদ, মোসলেহ উদ্দিন আহমদ শিবলী, ওমর কৈয়ম তৈয়ব, কফিল উদ্দিন আহমদ, আলী রেজা পিন্টু, মোঃ সেলিম, আদনান মাহফুজ সজিব, গিয়াস উদ্দিন ছিদ্দিকী, এস.এম. মবিনুল হক মনিরাজ, আরিফ উদ্দিন, সাজ্জাদ হোসেন, বেলাল হোসেন পাবেল, শরীফ হোসাইন, নওশাদ আলম মুন্না, ইঞ্জি: শিবলী সাদেক সোহেল, সাঈদ রহিম, একরামুল হক রাসেল, ফররুক আহমদ পাবেল, অমিতাভ চৌধুরী বাবু প্রমুখ।

নগর স্বেচ্ছাসেবক লীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রতিবাদে মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি নগরীর আগ্রাবাদ কনভেশন সেন্টার থেকে শুরু হয়ে দেওয়ান হাট মোড়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তসলিম উদ্দিন, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুসহ ওয়ার্ডথানা পর্যায়ের নেতৃবৃন্দ।

লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল হাসনাত মো. বেলালের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ গতকাল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে পরিণত হয়। এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগম, লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ দেলোয়ার, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আব্দুল মাজেদ আলী, মোস্তাক হোসেন ময়নাল, মিজানুর রহমান, তপন সিং, বিশ্বজিত চৌধুরী, মোজাম্মেল হোসেন সোহাগ, রুমা ইসলাম, জাকির হোসেন মাসুদ, সিজন দাশ, সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সুজন পাল, রফিকুল ইসলাম রানা, হাসান সোহাগ, জাকির হোসেন, রুহুল আমিন, মো. খোকন, মো. মানিক, মো. মোস্তফা, আলমগীর হোসেন, মো. শরিফ, কাজী সালাউদ্দিন লাভলু, সাগর, নাহিদ হোসেন রাসেল প্রমুখ।

যুবলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বন্দর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর যুবলীগ। গতকাল মহানগর যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের ব্যবস্থাপনায় বিক্ষোভ মিছিল কর্ণেল হাট থেকে শুরু করে নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একে খান মোড়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, হাবিবুর রহমান রিপন, সাইফুদ্দীন সাইফুল, সৈয়দ, সাইফুর রহমান রাজু, জিয়া উদ্দিন লুভন, আবু তৈয়ব, আলমগীর চৌধুরী আলো, আরিফ মুহাম্মদ হারুনী, আরিফ, এসএম ফারুক, রনি মজুমদার, তারেক সিদ্দিকী, আজাদ, গোলাম রাব্বানী রাফি, ফয়সাল বিন নিজাম, মো. সিরাজুল ইসলাম আকাশ, ইমতিয়াজ উদ্দিন আকিল, মারুফ হোসেন, সিদ্ধার্থ শংকর দাশ, বিজয়, সিফাত হাবীব রবি,ইরফান, আসিক, আকিল, আজাদ, সাইফুল, রবিন প্রমুখ।

৪১নং ওয়ার্ড আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদে গতকাল সমাবেশের আয়োজন করেছে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। এতে উপস্থিত ছিলেন ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তযোদ্ধা নুরুল আলম টেন্ডল, পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক এ এস এম ইসলাম, ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগ সহসভাপতি নরুল ইসলাম, আবুল হোসেন, ওয়াহিদুল আলম মাস্টার, আলী বস, নাছির আলম, আলমগীর আলম, আবুল বশর, কাদের মেম্বার, শহিদুল ইসলাম পরাগ, আব্দুল হালিম, জয়নাল আবেদীন, জহির উদ্দিন বাদল, এ্যাডভোকেট জহির, মহিউদ্দিন, খায়রুল ইসলাম, কামরুল ইসলাম রাশেদ, সৈয়দ হোসেন, আমির সওদাগর, মো. শরীফ, জামাল, আইয়ুব খান, ওয়াহিদুল আলম চৌধুরী, শাকিল হারুন, মাঈনুল ইসলাম, জামাল উদ্দিন রাজু, লোকমান হাকিম, আবছার, হারুন মেম্বার, কামরুল হাসান সোহেল, ইমতিয়াজ রাজু, মোক্তার হোসেন, আলী আকবর, হাসান হাবিব সেতু, মিজানুর রহমান, রবিউল হোসেন রবিন, ইমন, জাবেদ, তানজিম, অপু, জোবায়ের, তামিম, আতিক।

বন্দর পোর্ট কলোনী : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বন্দর পোর্ট কলোনী নতুন মার্কেট চত্বর থেকে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবলীগ নেতা মো. সালাউদ্দিনের সভাপতিত্বে ও মিজান এবং আবু নাসের জুয়েলের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন নায়েবুল ইসলাম ফটিক, আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, জমিল আহমেদ মিলন, সালাউদ্দিন মিন্টু, মো. লোকমান, ইমতিয়াজ বাবলা, এম. রাশেদ চৌধুরী, জাহিদ হোসেন খোকন, ফরহাদ আব্দুল্লাহ্‌,

কাজী মো. আরিফ, সোহেল রানা, এমরান হোসেন, মোঃ শরীফ সারোয়ার হোসেন, মারুফুল ইসলাম মারুফ, মোঃ সাজিবুল ইসলাম সজিব, ফারুক হোসেন সুমন, রেজাউল করিম মামুন প্রমুখ।

যুবলীগ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুবুল হক সুমনের নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট এলাকায় এসে শেষ হয়। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মহানগরের বিভিন্ন ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসড়ক নিরাপত্তা ও নিরাপদ খাদ্য বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে প্রশিক্ষণ দিচ্ছে চসিক
পরবর্তী নিবন্ধসরকার ভূমি সেবা অত্যন্ত সহজ করে দিয়েছে