জড়িত অভিযোগে যুবক আটক

এসএসসির প্রশ্নপত্র ফাঁস

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ৯:৩৫ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের চাঁনপুর এলাকা হতে এসএসসি প্রশ্নপত্র ফাঁসে জড়িত অভিযোগে মো. আদিব (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলম ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি ) মো. সাইফুল ইসলাম যৌথ অভিযান পরিচালনা করে এসএসসি২০২৫ সালের চলতি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত অভিযোগে মো. আদিব (২৩) কে আটক করেছেন। আদিব চট্টগ্রামের এমইএস কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে ২য় বর্ষের ছাত্র এবং বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়নের দক্ষিণ বরুমছড়া চাঁনপুর গ্রামের আবুল কাশেম ও ইসমত আরা বেগমের পুত্র।

প্রশাসনের তথ্য মতে, আদিব দীর্ঘদিন যাবৎ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করে তা অর্থের বিনিময়ে বিক্রি করে আসছিল। উল্লেখ্য, গত ১০এপ্রিল থেকে সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে হালনাগাদ তালিকায় যুক্ত আড়াই লাখ তরুণ ভোটার
পরবর্তী নিবন্ধগণহত্যার বিচার দাবি, ইসরায়েলকে এক ঘরে করার ডাক