জটিল রোগ আছে? ডেঙ্গু শনাক্ত হলেই হাসপাতালে ভর্তির পরামর্শ

| মঙ্গলবার , ১৮ জুলাই, ২০২৩ at ৬:১৯ পূর্বাহ্ণ

ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মত দীর্ঘমেয়াদী কোনো অসুখে ভুগছেনএমন ব্যক্তিদের ডেঙ্গু পরীক্ষায় ফল ‘পজেটিভ’ এলেই দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

গতকাল সোমবার ঢাকার মুগদা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেছেন, যাদের কোমর্বিডিটিজ আছে, বিশেষ করে ডায়াবেটিস, হাইপার টেনশন, ক্যান্সারে আক্রান্ত বা ক্যান্সারের জন্য ওষুধ খান; তারা অবশ্যই অবশ্যই ডেঙ্গু যদি ধরা পড়েতাদের হাসপাতালে আসতে হবে। এটা না হলে পরে সামাল দেওয়া যাবে না। বাড়িতে বসে ওই ধরনের রোগীদের চিকিৎসা দেওয়া যাবে না। খবর বিডিনিউজের।

এদিন তার সঙ্গে মুগদা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারসহ অন্য কর্মকর্তারা। এ সময় তারা রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. খুরশীদ সাংবাদিকদের বলেন, ডেঙ্গুর টাইপের উপর চিকিৎসা নির্ভর করে না। ডেঙ্গুর যে ধরনেই আক্রান্ত হোকচিকিৎসা একটাই। ডেঙ্গুর গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দিতে সারাদেশের চিকিৎসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসার প্রটোকল একটাই। সেই প্রটোকল অনুযায়ী সবাইকে (চিকিৎসকদের) চিকিৎসা করতে বলা হয়েছে। সারা বছর ধরেই ডাক্তারদের প্রশিক্ষণ চলছে। সারাদেশে একই গাইডলাইন মেনে চিকিৎসা করতে আমরা চিকিৎসকদের বলেছি। প্রটোকলের বাইরে যেন অন্য চিকিৎসা না করি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গুতে আরো দুজনের মৃত্যু চট্টগ্রামে
পরবর্তী নিবন্ধকলাগাছের তন্তুর ‘কলাবতী শাড়ি’ প্রধানমন্ত্রীর হাতে