নগরীর রেডিসন ব্লু’র মেজবান হলে ‘নারীর জন্য নিরাপদ অপারেশন, সতর্কতা ও দক্ষতার সম্মিলন’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চট্টগ্রাম শাখা আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ওমর ফারুক ইউসুফ।
ওজিএসবির সভাপতি অধ্যাপক ডা. ফিরোজা বেগম এবং চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন, চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুর রব। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চমেক হাসপাতাল গাইনি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. ফাহমিদা ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম। সেমিনারে ডা. মির্জা মোহাম্মদ আসাদুজ্জামানের সঞ্চালনায় পরবর্তীতে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন চিকিৎসকরা। ডা. ফারাহ নাজ মাবুদ ও ডা. তানজিলা করিমের উপস্থাপনায় সেমিনারে ধন্যবাদ প্রদান করে বক্তব্য দেন, শেভরন ফার্টিলিটি অ্যান্ড রিসার্চ সেন্টারের চিফ কনসালটেন্ট ডা. জিনাত আরা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন, অধ্যাপক ডা. মুসাররাত সুলতানা সুমি।
সভায় বক্তারা বলেন, জটিল অপারেশন করার সকল প্রকার সুযোগ সুবিধাসহ অপারেশন থিয়েটার ব্যবহার এবং সার্জন ও ইউরোলজিস্টদের সমন্বয়ে টিম তৈরি করতে হবে। প্রয়োজনে আধুনিক সুযোগ সুবিধা আছে এমন সেন্টারগুলোতে রোগী রেফার করতে হবে। রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। গাইনোকলজিস্টদের দেশে ও দেশের বাইরে আরো অধিক প্রশিক্ষণের ওপর তাঁরা জোর দেন। অবস্টেট্রিকস এবং গাইনি উভয় ক্ষেত্রেই জটিল অপারেশন করার জন্য সুনির্দিষ্ট টিম তৈরি, রোগী ও রোগীর পরিবারকে আগে থেকে অপারেশনের সম্ভাব্য জটিলতার বিষয়ে জানাতে হবে। জটিলতা এড়ানো এবং জটিলতা মোকাবেলা উভয়ই জরুরি। অপারেশনের ঝুঁকি ও জটিলতা এড়ানো শতভাগ সম্ভব না। তবে চিকিৎসক ও রোগী উভয় পক্ষের সহযোগিতা মূলক মনোভাব ও ধৈর্য্যশীল আচরণ দেশের চিকিৎসা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন আনবে।