জটিলতা নয়, জীবনকে সরল করে তুলি

জোনাকী দত্ত | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৪:৪২ পূর্বাহ্ণ

যান্ত্রিক জীবন আমাদের। সকাল থেকে রাত পর্যন্ত শুধু দৌড়ের মধ্যে সময় কাটাতে হয়। কখন কী কাজ করতে হবে তা মাথার মধ্যে সারাক্ষণ গিজগিজ করে। একটু সবাই মিলে খাওয়া, লুডু, কেরাম, দাবা খেলা এবং আড্ডা দেয়ার সময় কারো নেই। সবাই ব্যস্ত। কেউ কারো কাছে গিয়ে দুদণ্ড কথা বলার সময় নেই। আবার মাঝে মাঝে আমাদের মাঝে ইগো কাজ করে যে ও আমাদের বাসায় আসে না না তাহলে আমি কেন যাব। বর্তমানে আমরা সহনশীলতা, ধৈর্য্য, ক্ষমা হারিয়ে ফেলেছি। নেই স্নেহ, মমতা, ভালোবাসা, বিশ্বাস। অন্যের কান কথায় ভুল বোঝাবুঝির সৃষ্টি করি। কেউ কাউকে বোঝার চেষ্টা করি না। শান্ত হয়ে ধৈর্য্য ধরে কারো মনের কথা শোনার চেষ্টা করি না। যখন যেখানে যেটা বলা বা করা দরকার সেটা আমরা অনেক সময় করি না বা করতে পারি না। এভাবে ধীরে ধীরে আমরা সবাই সবার থেকে দূরে সরে যাচ্ছি। সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। মানুষ একাকীত্ব বোধ করছে। যার ফলে শরীরে নানা ধরনের শারীরিক, মানসিক রোগ বাসা বাঁধার সুযোগ পাচ্ছে। তারপর ধীরে ধীরে একদিন সবাইকে চলে যেতে হবে না ফেরার দেশে। কখন কোথায় কীভাবে মানুষকে এই জগতের মায়া ছেড়ে যেতে হবে কেউ এক সেকেন্ড আগেও ভাবার সময়টুকুও পায় না। তাই জীবনের যেটুকু সময় পাওয়া যায় আনন্দ নিয়ে জীবনকে উপভোগ করা উচিত। সকলের সাথে বসে কথা বললে, আড্ডা দিলে বা কোথাও পরিবার অথবা বন্ধুদের সাথে ঘুরতে গেলে মনে যে শান্তিটুকু পাওয়া যায় তাতে শরীরের অনেক রোগ কমে যায়। সারাক্ষণ আমরা নানা দুশ্চিন্তার মধ্যে বসবাস করি। সমাজ, সংসারের কথা ভাবতে গিয়ে নিজের জন্য একটু সময় বের করা, কী করলে নিজে ভালো থাকা যায়, একটু চিকিৎসকের পরামর্শ নেওয়া, সমবয়সীদের সাথে একটু আড্ডা দেওয়া এসব জীবন থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তাই আসুন সবাই আমাদের এই মূল্যবান জীবনকে গুরুত্ব দিয়ে এই পৃথিবীতে আসা সার্থক করি। অহংকার, ক্রোধ, হিংসা ত্যাগ করে যতটুকু পারা যায় সবার সাথে মিশে হাসি আনন্দে ক্ষণিকের এই জীবনকে সুন্দর করে তুলি। মানুষের জীবন একটাই। আমাদের জন্ম থেকে শৈশব, কৈশোর, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য ধাপে ধাপে পেরিয়ে একসময় সব মাটিতে বিলিন হয়ে যাবে। কারো আগে, কারো পরে। এই পৃথিবীতে মানুষের যাওয়া আসা চিরন্তন সত্য। তাই যতদিন বেঁচে থাকা যায় বিশুদ্ধ বাতাসে, সকলের সাথে আনন্দ হাসিতে, কাজেকর্মে জীবনকে ভরিয়ে তুলি। যে কোন কিছু জটিল ভাবে না ভেবে সহজ সরলভাবে ভাবলেই জীবন অনেক সুন্দর হয়।

পূর্ববর্তী নিবন্ধশব্দ দূষণের হাত থেকে চট্টগ্রাম শহরকে বাঁচান!
পরবর্তী নিবন্ধদুঃখের সাথে ঘরবসতি তবুও গাইতে হবে জীবনের জয়গান