জটিলতা কাটিয়ে দেশে আসছেন জামাল ভূইয়া

| মঙ্গলবার , ২৭ এপ্রিল, ২০২১ at ৬:৫৮ পূর্বাহ্ণ

জামাল ভূইয়ার ‘পাসপোর্ট জটিলতার’ অবসান হয়েছে। প্রিমিয়ার লিগ ও বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির জন্য ডেনমার্ক থেকে দেশে আসছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক। রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানায়, এমিরেটস ফ্লাইটযোগে সোমবার দেশে ফিরবেন জামাল। আগামী ৩০ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় ধাপের খেলা শুরু করতে চায় বাফুফে। সাইফ স্পোর্টিংয়ের হয়ে লিগে খেলতে শনিবার ডেনমার্ক থেকে দেশে ফিরতে চেয়েছিলেন জামাল। গিয়েছিলেন কোপেনহেগেন বিমানবন্দরেও। কিন্তু ডেনিস পাসপোর্ট দেখানোর কারণে কর্তৃপক্ষ তাকে ‘বিদেশি’ হিসেবে বিবেচনা করে বোর্ডিং পাস দেয়নি। গত মার্চে নেপালে ত্রিদেশীয় প্রীতি ফুটবল টুর্নামেন্ট খেলার পর বাংলাদেশে ফিরেছিলেন জামাল। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ নতুন করে বেড়ে যাওয়ায় চলতি মাসের শুরুর দিকে ছুটি নিয়ে ফিরেছিলেন ডেনমার্কে পরিবারের কাছে।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলংকান স্কোয়াডে যোগ দিচ্ছেন দুই বোলার
পরবর্তী নিবন্ধকমনওয়েলথ গেমসে সরাসরি খেলার সুযোগ হয়নি সালমাদের