রিয়াজুদ্দিন বাজার তামাকুমন্ডি লেইনের জনতা মার্কেটের মালিক ও রাউজান উপজেলাস্থ আকবরীয়া দরবার শরীফের মোতোয়াল্লী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) আলমগীর মুহাম্মদ ফারুকীর পিতা গোলাম মুহাম্মদ ফারুকী (প্রকাশ জাহাঙ্গীর আলম) গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ রোববার সকাল ৯ টায় লালদিঘী মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় নামাজে জানাজা আজ বাদ আসর রাউজানের গ্রামের বাড়ি সর্ত্তার আকবর শাহ বাড়িতে অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।