জজ আদালতেও জামিন মেলেনি ফখরুলের

| বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৮:২৩ পূর্বাহ্ণ

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জজ আদালতেও জামিন পাননি। গতকাল বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সল আতিক বিন কাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এদিন বেলা ২টা ৪০ মিনিটে ফখরুলের জামিন শুনানি শুরু হয়; চলে ৩টা ১৩ মিনিট পর্যন্ত। শুনানির জন্য ফখরুলকে আদালতে আনা হয়নি। গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পরদিন থেকেই তিনি কারাগারে আছেন। খবর বিডিনিউজের।

ফখরুলের পক্ষে জামিন শুনানিতে ছিলেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, মো. আসাদুজ্জামান ও বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন মহানগর পিপি অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু এবং প্রসিকিউশন পুলিশের সহকারী কমিশনার মো. মুত্তাকিন।

অন্যদিকে ফখরুলের জামিনের বিরোধিতা করেন মহানগর পিপি আব্দুল্লাহ আবু। প্রায় ৪০ মিনিট দুই পক্ষের বক্তব্য শুনে বিচারক ফয়সল আতিক বিন কাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

পরে পেশকার ফয়েজ আলম সবাইকে জামিন নামঞ্জুরের আদেশ পড়ে শোনান। এরপর বিএনপিপন্থি আইনজীবীরা ফখরুলের মুক্তি চেয়ে আদালত প্রাঙ্গণে স্লোগান দেন।

পূর্ববর্তী নিবন্ধসিলেট স্টেশনে দাঁড়িয়ে থাকা উপবন এক্সপ্রেসে ‘অগ্নিসংযোগ’
পরবর্তী নিবন্ধবায়েজিদে ছিনতাইকৃত একটি পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ৪