জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিনজনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। গত শুক্রবার বাংলাদেশে আসার পর তাদের হেফাজতে নেন পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) সদস্যরা। খবর বিডিনিউজের।
অ্যান্টি টেরোরিজম ইউনিটের ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আক্কাস উদ্দিন ভূঁইয়া বলেন, এই তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে হাজির করা হয়। আদালত তাদের কারাগারে পাঠিয়েছে। এখন তাদের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানান এটিইউ প্রধান।
৫৪ ধারা, ফৌজদারি কার্যবিধির একটি ধারা, যা পুলিশকে পরোয়ানা ছাড়া কিছু ক্ষেত্রে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করার ক্ষমতা দেয়। এই ধারায়, পুলিশ যদি কোনো ব্যক্তিকে কোনো আমলযোগ্য অপরাধে জড়িত বলে সন্দেহ করে বা তার কাছে এ ব্যাপারে বিশ্বাসযোগ্য তথ্য থাকে, তাহলে তাকে গ্রেপ্তার করতে পারে।
মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো এই তিনজনের বিরুদ্ধে বাংলাদেশ আগে কোনো অপরাধের অভিযোগ রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা সেগুলো যাচাই করছি, ওদের তো কেবল পাঠানো হয়েছে। ওখানে যে ৩৬ জনকে বিশেষ অভিযান চালিয়ে মালয়েশিয়ার পুলিশ গ্রেপ্তার করেছে তাদের মধ্যে পাঁচজনকে তারা অভিযুক্ত করেছে।
কয়েকজনের বিষয়ে মালয়েশিয়ায় পুলিশ তদন্ত করছে আর বাকিদের বেশি পাঠানোর প্রক্রিয়া চলছে। দেশে ফেরত পাঠানোর মধ্যে এরা রয়েছে। ফেরত পাঠানো তিনজনের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।