জঙ্গিবাদ প্রতিরোধে আলেমদের ভূমিকা গুরুত্বপূর্ণ

রাঙামাটিতে ইমাম সম্মেলনে বক্তারা

| মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:৩০ পূর্বাহ্ণ

ইসলামিক ফাউন্ডেশন রাঙামটি জেলা কার্যালয়ের উদ্যোগে ইমাম সম্মেলন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা কার্যালয়ের উপ পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে এবং ফিল্ড অফিসার মো. আলী আহসান ভূঁইয়ার সঞ্চালনায় গতকাল সোমবার অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন রোমান।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইমাম সমিতি রাঙামাটি পার্বত্য জেলা শাখার সভাপতি মাওলানা ক্বারী মুহাম্মদ ওসমান গণি চৌধুরী, মাওলানা আবুল হাসেম। প্রধান অতিথি বলেন, আলেম-ওলামাগণ সমাজের প্রতিনিধি। সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে আলেম-ওলামাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
তিনি আলেমদেরকে প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কর্মকাণ্ড জাতির কাছে তুলে ধরার আহ্বান জানান। সভা শেষে ইসলামিক ফাউন্ডেনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাৎ বরণকারী তাঁর পরিবারের সদস্যবর্গ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে গাউসিয়া কমিটির চক্ষু চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধহালদা প্রকল্পের প্রস্তাবিত নকশা পরিবর্তনের দাবি