চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের যে যৌক্তিতা–সরকার ও সচেতন জনগণ স্বীকার ও স্বীকৃতি প্রদানের পরও এখনো যারা অশান্তি ও অরাজকতার বীজকে অন্তরে পুষে ১৭ কোটি মানুষের ভাগ্য ও অধিকার নিয়ে চিনিমিনি খেলতে চায় তাদেরকে একদিন অবশ্যই আসামির কাটগড়ায় দাঁড়াতে হবে।
গতকাল শুক্রবার সকালে নিম্ন আয়ের জনগোষ্ঠী ও খেটে খাওয়া রুজি–রোজগারহীন মানুষের মাঝে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর দামপাড়াস্থ পল্টন রোড থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিএনপি–জামাত ভাগ্যহীন মানুষের পাশে কখনো ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। তাই এই অপশক্তিকে নির্মূল করার জন্য সকল দেশপ্রমিক রাজনৈতিক ও সামাজিক শক্তিসহ সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কোটা সংস্কার আন্দোলন একটি অরাজনৈতিক ইস্যু। সরকার এই আন্দোলনের যৌক্তিতার পক্ষে অবস্থান সুস্পষ্ট করেছে। ছাত্ররা যা চেয়েছে তার চেয়েও বেশি দাবি পূরণ ও প্রদান করে যে ঐতিহাসিক প্রজ্ঞাপন জারি করেছে তা সারা বিশ্বে একটি নজিরবিহীন দৃষ্টান্ত। এত কিছুর পরও কথিত আন্দোলনকারীদের একটি অংশ ষড়যন্ত্র থেকে নিবৃত হয়নি। ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহামুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দপ্তর সম্পাদক সৈয়দ হাসান মাহামুদ শমসের, ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, নির্বাহী সদস্য আবদুল লতিফ টিপু, মোহাম্মদ বেলাল, থানা আওয়ামী লীগের ফিরোজ আহমেদ, আওয়ামী লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের আবদুল আজিম, সাইফুল আলম বাবু, সাবেক যুবলীগ নেতা আবদুল মান্নান ফেরদৌস, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, মহানগর যুবলীগ নেতা ইসতিয়াক আহমেদ সাজিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।