সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসনের লক্ষ্যে স্থান নির্ধারণ ও সম্ভাব্যতা যাচাইয়ে এলাকা পরিদর্শন করেছে ন্যাশনাল হাউজিং অথরিটি। গতকাল বৃহস্পতিবার দুপুরে কর্তৃপক্ষের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল এলাকাটি পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল হাউজিং অথরিটির পরিকল্পনা, নকশা ও বিশেষ প্রকল্পের সদস্য বিজয় কুমার মণ্ডল, পরিচালক আশরাফ হোসেনসহ অন্যরা। তাদেরকে বিভিন্ন স্থান ঘুরে দেখান সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।
পরিদর্শন শেষে হাউজিং অথরিটি টিম চট্টগ্রাম জেলা প্রশাসক মো. মুমিনুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন। এসময় জেলা প্রশাসক বলেন, সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে ভূমি দস্যুদের দখলে থাকা ৩ হাজার ১০০ একর খাস জমি ও পাহাড় উদ্ধারে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ইতিমধ্যে অভিযান চালিয়ে ভূমিদস্যুদের কবল থেকে সাড়ে ৭শ একর সরকারি জায়গা উদ্ধারের পাশাপাশি চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। তবে জঙ্গল সলিমপুরে থাকা অসহায় ও হতদরিদ্র প্রকৃত ভূমিহীন পরিবারকে সরকারি নির্দেশনায় সেখানে পুনর্বাসন করা হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নে জঙ্গল সলিমপুর থেকে ভূমিদস্যুদের উচ্ছেদ করে সেখানে নানান উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে জেলা প্রশাসন। সেই সাথে তারা সরকারি নির্দেশনায় জঙ্গল সলিমপুরে থাকা অসহায় প্রকৃত ভূমিহীনদের পুনর্বাসনে কাজ করছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ন্যাশনাল হাউজিং অথরিটি ও উপজেলা প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকা পরিদর্শন করে।