সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত আসামি কালা বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল গোপন খবরের ভিত্তিতে সীতাকুণ্ড থানাধীন ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জঙ্গল সলিমপুর (ছিন্নমূল) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম বলেন, অভিযানকালে অনুমান বেলা সাড়ে ১২টায় জঙ্গল সলিমপুর ছিন্নমূল ১ নম্বর সমাজের বাজার এলাকা থেকে র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত এজাহারনামীয় ১৯ নম্বর আসামি কালা বাচ্চুকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাবের উপ–সহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া হত্যাকাণ্ডের ঘটনায় মো. ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের নামে মামলা করা হয়েছে। নিহত মোতালেব হোসেন বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র্যাবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে র্যাব–৭ এর একজন উপ–সহকারী পরিচালক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় প্রথমে ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন– জাহিদ, ইউনুস ও আরিফ। এর মধ্যে দুইজন এজাহারভুক্ত এবং একজন তদন্তে পাওয়া আসামি।
মামলার এজাহারে বলা হয়েছে, র্যাব সদস্যরা আসামি ধরতে গেলে তাঁদের ওপর সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনের নির্দেশে রামদা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। ছিনিয়ে নেওয়া হয় র্যাবের আটক করা এক আসামিকে। চার র্যাব সদস্যকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে সেনাবাহিনী ও পুলিশ তাঁদের উদ্ধার করে।












