জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তা হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:৩৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‌্যাব কর্মকর্তাকে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হচ্ছেনমো. মিজান (৫৩) ও মো. মামুন (৩৮)। গত সোম ও গত রোববার নগরের খুলশী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব৭। যা গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে জানায় র‌্যাব।

ধৃত মিজানের বাড়ি চাঁদপুরের শাহরাস্তি এলাকায়। সে র‌্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়াকে কর্মকর্তা হত্যার ঘটনায় দায়ের মামলার এজাহারভুক্ত আসামি। ধৃত মামুনের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়। দুজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাবএর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনার সময় সন্ত্রাসী হামলায় নিহত হন র‌্যাবের উপসহকারী পরিচালকডিএডি (নায়েব সুবেদার) মোতালেব হোসেন ভূঁইয়া। হামলায় একই সময়ে তিন র‌্যাব সদস্য আহত হয়েছেন। এঘটনায় মোহাম্মদ ইয়াসিনকে প্রধান আসামি করে ২৯ জনের নাম উল্লেখ করা ২২ জানুয়ারি সীতাকুণ্ড থানায় একটি মামলা হয়। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয় ১৫০ থেকে ২০০ জনকে। মামলার এজাহারে বলা হয়েছে, র‌্যাব সদস্যরা আসামি ধরতে গেলে তাদের ওপর সন্ত্রাসী মোহাম্মদ ইয়াসিনের নির্দেশে রামদা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। ছিনিয়ে নেওয়া হয় র‌্যাবের আটক করা এক আসামিকে। চার র‌্যাব সদস্যকে অপহরণ করে নিয়ে যায় আসামিরা। পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের উদ্ধার করে।

পূর্ববর্তী নিবন্ধবিএনপি ক্ষমতায় এলে সুশাসন প্রতিষ্ঠা করবে : খসরু
পরবর্তী নিবন্ধধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন