জঙ্গল সলিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে জড়িতদের গ্রেপ্তার দাবি

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৪:৪৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুই সন্ত্রাসী বাহিনীর সংঘর্ষে গুলিতে একজন নিহতের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন, এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক (সিটিআরএন) এর আহ্বায়ক হোসাইন জিয়াদ এবং ক্যামেরাম্যান মো. পারভেজ। জিয়াদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তিনি মাথায় ও মুখে গুরুতর আঘাত পেয়েছেন। গতকাল সকালে সলিমপুরের লোহারপুর এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দুই সাংবাদিকের কাছ থেকে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। ভাঙচুর করা হয় ক্যামেরা। এর আগে গত শনিবার ভোরে জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় ইয়াছিন ও রোকনগফুর বাহিনীর মধ্যে সংঘর্ষে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সদস্য নিহত হন। আহত হয়েছেন আরো কয়েকজন। এখন টিভির প্রতিবেদক ফয়সাল করিম বলেন, জঙ্গল সলিমপুরের লোহারপুল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে হঠাৎ ৫০৬০ জন লোক তাদের ওপর হামলা করে। এসময় তারা দেশীয় অস্ত্র ও গাছ দিয়ে আঘাত করে। তাদের বহনকারী অটোরিকশাতেও হামলা চালানো হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত এসআই আলাউদ্দীন তালুকদার জানান, সলিমপুর থেকে আহত অবস্থায় দুই সাংবাদিককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের ওয়ার্ডে ভর্তি দিয়েছেন।

এদিকে দুই সাংবাদিকের ওপর হামলার এ ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে সিটিআরএন। নগরীর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা ছাড়া কিছুই নয়। এসময় সাংবাদিকরা ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, এর আগেও বেশ কয়েকবার প্রশাসনের পক্ষ থেকে জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনার সময় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকরা দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এ ধরনের ঘটনা চলমান থাকলে গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালনে বাধাগ্রস্ত হবেন, যা মুক্ত সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।

প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। বিক্ষোভ সমাবেশে সংগঠনের সদস্য আরিচ আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক একে আজাদের সঞ্চালনায় চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক মো. শাহনেওয়াজ, ম সামসুল ইসলাম, চৌধুরী ফরিদ, গোলাম মাওলা মুরাদ, শাহনেওয়াজ রিটন, আলমগীর সবুজ, তৌহিদুল ইসলাম, আলিউর রহমান, ফখরুল ইসলাম, হাজেরা শিউলি, এমদাদুল হক, সৈয়দ তাম্মিম মাহমুদ, আকরাম হোসাইন, শফিক আহমদ সাজিব, আবির, কাইয়ুমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এদিকে দুই সাংবাদিকের ওপর হামলাকারী সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)। দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আরো নিন্দা জানিয়েছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নও (সিইউজে)

পূর্ববর্তী নিবন্ধজ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের
পরবর্তী নিবন্ধজাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট চায় এনসিপি