জঙ্গল সলিমপুরে কোনো দখলবাজ থাকবে না

খাদ্যসামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১৫ পূর্বাহ্ণ

জঙ্গল সলিমপুরে কোনো অবৈধ বসবাসকারী ও দখলবাজ থাকবে না। আবারো বড় ধরনের অভিযান চালিয়ে তাদের উচ্ছেদ করা হবে। তবে ছিন্নমূল গরীব, অসহায় সাধারণ মানুষকে উচ্ছেদ করার কোনো পরিকল্পনা সরকারের নেই। একইসঙ্গে পাহাড় খেকো, ভূমিদস্যু, সন্ত্রাসীদের যারা আশ্রয়-প্রশ্রয় বা সহযোগিতা করবে, মদদ দিবে, গোপনে মিটিং করবে তাদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল শুক্রবার সকালে সীতাকুণ্ডের সলিমপুর ইউনয়ন পরিষদ প্রাঙ্গণে জঙ্গল সলিমপুরে ছিন্নমূলে বসবাসরত এক হাজার ভূমিহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মাসুদ কামাল এসব কথা বলেন। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও সাংবাদিক সেকান্দর হোসাইন। এতে সভাপতিত্ব করেন সলিমপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ। পরে এক হাজার ভূমিহীন পরিবারের মাঝে ১৫ কেজি করে খাদ্যসামগ্রী দেওয়া হয়। এসবের মধ্যে ছিল চাল, ডাল, লবণ, চিনি, তেলসহ আট প্রকার নিত্যপ্রয়োজনীয় পণ্য।

পূর্ববর্তী নিবন্ধনিপীড়নের বিরুদ্ধে চট্টগ্রাম থেকে আবারো জেগে উঠতে হবে
পরবর্তী নিবন্ধডেন্টাল ইমপ্ল্যান্ট বেসিক কোর্সের সমাপনী