জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী মাসুদ অস্ত্রসহ গ্রেপ্তার

সীতাকুণ্ড প্রতিনিধি | বুধবার , ৮ নভেম্বর, ২০২৩ at ৬:৩৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী যুবদল নেতা মো. মাসুদকে (৩৮) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার জঙ্গল সলিমপুরস্থ উত্তর ফকিরপাড়া কবরস্থানের সামনে থেকে তাকে ওয়ান শুটার গান ও ২ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ উপজেলার দক্ষিণ সলিমপুর উত্তর ফকিরপাড়া গ্রামের আবুল হাশেমের পুত্র এবং সলিমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানান, গোপন সূত্রে জানতে পারি এলাকায় নাশকতা সৃষ্টির লক্ষ্যে সন্ত্রাসী মো. মাসুদ অন্যান্য সহযোগিদের নিয়ে জঙ্গল সলিমপুরস্থ উত্তর ফকিরপাড়া কবরস্থানের সামনে রাস্তার উপর অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে ফৌজাদারহাট পুলিশ ফাঁড়ির টিম সেখানে অভিযান চালায়। মাসুদ পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালানোর সময় পুলিশ তাকে ধরে ফেলে। এ সময় তার শরীলে তল্লাশি চালিয়ে ১টি ওয়ারন শুটারগান ও ২ রাউন্ড কর্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি পুলিশি জিজ্ঞাসাবাদে জানায়, তিনি সলিমপুর ইউনিয়নের যুবদলের সভাপতি সস্ত্রাসী রোকনের সহযোগী। রোকন বাহিনীর প্রায় ৩৫ জন সদস্য সীতাকুণ্ড পাহাড়ি এলাকাসহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী নাশকতা ও ডাকাতি কার্যক্রম করে যাচ্ছে।

ওসি আরো জানান, গ্রেপ্তার আসামির নামে আদালতে বিস্ফোরক, অস্ত্র, ডাকাতি, দুস্যতা ও খুনসহ মোট ২১টি মামলা রয়েছে। গতকাল আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ঢাকায় পুলিশ হত্যা মামলা সর্ম্পকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপিঁপড়া ঘোরায় ওদের সংসারের চাকা!
পরবর্তী নিবন্ধচবির জঙ্গল থেকে সাবেক নিরাপত্তা কর্মীর লাশ উদ্ধার