জঙ্গল সলিমপুরের পেশাদার সন্ত্রাসী রানা অস্ত্রসহ গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৫ ডিসেম্বর, ২০২০ at ৬:৫৪ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ থানাধীন সুপারি বাগান এলাকা থেকে দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ অজিউল্লাহ ওরফে রানা (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ২৪ ডিসেম্বর ভোর সাড়ে ৪টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রানা ব্রাক্ষণবাড়িয়া জেলার সামাদ সরদারের ছেলে। তার বিরুদ্ধে আকবরশাহ্‌, সীতাকুণ্ড ও বায়েজীদ বোস্তামী থানায় ত্রাস সৃষ্টিসহ একাধিক অভিযোগে মামলা রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন আজাদীকে বলেন, অজিউল্লাহ ওরফে রানা সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে থাকেন। আকবর শাহ থানার পাহাড়ি এলাকা ও জঙ্গল সলিমপুরে রানার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, পাহাড় কাটা, জমি দখলসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। তিনি বলেন, রানা পেশাদার সন্ত্রাসী। একটি হত্যা মামলায় বেশ কিছু দিন কারাগারে থেকে বছর খানেক আগে জামিনে ছাড়া পেয়েছে সে। ভোরে আকবর শাহ থানার সুপারি বাগান বায়তুল জান্নাত মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে তল্লাশি করে সাথে থাকা ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। রানার বিরুদ্ধে আকবর শাহ থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধযন্ত্রশিল্পী সংস্থার নির্বাচন আজ
পরবর্তী নিবন্ধআজ অধ্যাপক কনক বরণ বড়ুয়ার দুইটি গ্রন্থের প্রকাশনা উৎসব