জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে আন্তঃস্কুল বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব

পটিয়া প্রতিনিধি | বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৮:০৬ পূর্বাহ্ণ

পটিয়ার জঙ্গলখাইন উচ্চ বিদ্যালয়ে আন্ত: স্কুল বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়। বিদ্যালয় হলে এ বিজ্ঞান মেলা ও পিঠা উৎসবে বিজ্ঞান শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সৃজনশীল উদ্ভাবনী প্রযুক্তি ও হারিয়ে যাওয়া শীতকালিন গ্রামীণ নানা পিঠাপুলিতে ভরে তুলে শিক্ষার্থীদের প্রিয় স্কুল ক্যাম্পাস। বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারহানুর রহমান। বিজ্ঞান মেলায় বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রেইন ওয়াটার হারভেষ্ট, ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়াটার পিউরিফিকেশন, কারবন অবসারবিং, আর্থকুয়িক এলার্ম, এক্সিডেন্ট এ্যানিভেশন, হাইড্রোলিক ব্রীজ, এসিড রেইন, এয়ারপোর্ট ভাইরাস স্কেনিং, ভোলকানো মডেল, হোম সিকিউরিটি সিস্টেম, রেইন সিঙ্গনাল, অটোমেটিক ষ্ট্রিট লাইট ও গাছ বাঁচাই প্রকৃতি বাঁচাইয়ের বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তি সহায়ক প্রজেক্ট উপস্থাপন করেন। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এমন উন্নত উদ্ভাবনী প্রযুক্তি দেখে অতিথিবৃন্দ সন্তোষ প্রকাশ ও আগামীতে বিজ্ঞান চর্চার মাধ্যমে আরো উন্নত প্রযুক্তি উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞান মেলা ও পিঠা উৎসব শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইছহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক ও পটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে। বিদ্যালয়ের শিক্ষক তৌহিদা পারভীন ও ইমন উদ্দিন শয়নের যৌথ সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ দিদারুল আলম, আবুল কাশেম, বনমালী শীল, মু. মামুনুর রশিদ, মাওলানা মুহাম্মদ ইদ্রিছ, ফাতমী সোহনী আরসালান, শালীমা বেগম, উর্মিলা বড়ুয়া, জাফর আলম, জগন্নাত চন্দ্র সরকার, দিদারুল ইসলাম, রুশি সুলতানা, আরফাত সুলতানা, প্রিয়াংকা চৌধুরী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধগত সরকারের গাফিলতিতে কাপ্তাই সড়ক চার লেন হয়নি
পরবর্তী নিবন্ধআল মিম্বার ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান