জগৎপুর আশ্রম অনাথালয়ের (শিশু সদন) বার্ষিক সাধারণ সভা অনাথালয়ের সভাপতি প্রাক্তন লায়ন জেলা গভর্নর ও ডা. শ্রীপ্রকাশ বিশ্বাসের সভাপতিত্বে স্বামী পুর্নানন্দ ছাত্রাবাসের রানু প্রভা-অশ্বিনী বিশ্বাস মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার সকাল ১১টায় লায়ন অশেষ কুমারের সঞ্চালনায় পবিত্র গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর চট্টগ্রামস্থ প্রবর্তক সংঘ নির্বাচনে ডা. শ্রীপ্রকাশ বিশ্বাস সম্পাদক নির্বাচিত হওয়ায় এবং প্রবর্তক সংঘের কার্য্যকরী পরিষদের নির্বাহী সদস্য হওয়ায় অধ্যাপক ড. রনজিত কুমার চৌধুরীকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয়া হয়। সভার আলোচ্য সূচি অনুযায়ী অনাথালয়ের আজীবন, দাতা ও অন্যান্য শুভানুধ্যায়ী যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ মৃত্যুবরণ করেছেন তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
স্বাগত বক্তব্য প্রদান করেন সহসভাপতি প্রশান্ত কুমার রক্ষিত। সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করে অঞ্জন শেখর দাশ। বিগত সালের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক লায়ন তপন কান্তি দত্ত। আলোচনায় অংশগ্রহণ করেন লায়ন উত্তম কুমার দাশ, অরূপ রতন চক্রবর্তী, চন্দন চৌধুরী, অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস প্রমুখ। সহসভাপতি অজয় কৃষ্ণ দাশ মজুমদার ভবিষ্যত কর্মসূচি উপস্থাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।












