শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা অনশন ভেঙে সচিবালয় ছেড়েছে; তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় সচিবালয়ের সামনে অনশন প্রত্যাহারের ঘোষণা দেন উদ্ভিদবিদ্যা বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি একেএম রাকিব।
তিনি বলেন, আগামী বুধবার মন্ত্রণালয়ের সভায় প্রকল্পের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর হবে বলে আশ্বাস পেয়েছি। সেই বৈঠকে অস্থায়ী আবাসনসহ আমাদের তিনটি দাবি নিয়ে আলোচানা হবে। এরইমধ্যে আমাদের তিনটি দাবির মধ্যে দুটি মেনে নেওয়ায় আমরা অনশন কর্মসূচি প্রত্যাহার করছি।
শাটডাউন প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্যাম্পাস শাটডাউন থাকবে। বুধবারের সভার সুনির্দিষ্ট সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। খবর বিডিনিউজের।
এ সময় অনশনরত আরেক শিক্ষার্থী ফয়সাল মুরাদ বলেন, কিছুক্ষণ আগে একটা চিঠি এসেছে। সেই চিঠিতে দ্বিতীয় ক্যাম্পাস নিয়ে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। ১৫ তারিখে সভা হবে, সেখানে আমাদের তিনটি দাবি নিয়েই যথযথ পদক্ষেপ নেওয়া হবে। তাই আমরা অনশন প্রত্যাহার করছি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর করাসহ তিন দফা দাবি আদায়ে ক্যাম্পাসে অনশনরত শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে সোমবার বিকালে সচিবালয় ঘেরাও করে অনশন ও বিক্ষোভ শুরু করে।