জকসু নির্বাচন আজ

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

প্রতিষ্ঠার দুই দশক বাদে আজ মঙ্গলবার প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ভবনের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হবে, যা একটানা বেলা ৩টা পর্যন্ত চলবে।

এর মধ্য দিয়ে এক বছরের জন্য গঠিত হতে যাচ্ছে ২৩ সদস্যের কেন্দ্রীয় সংসদ। গঠনতন্ত্র অনুযায়ী, এ সংসদে উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকারবলে কেন্দ্রীয় নির্বাহী নির্বাহী সংসদের সভাপতি ও কোষাধ্যক্ষ হবেন। খবর বিডিনিউজের।

আর একমাত্র ছাত্রী হল পেতে যাচ্ছে ১৫ সদস্যের সংসদ। হল প্রাধ্যক্ষ পদাধিকার বলে এ সংসদের সভাপতি হবেন এবং তিনি আবাসিক শিক্ষক বা হাউস টিউটরদের মধ্যে একজনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করবেন।

জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান জানান, কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র ঠিক করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ ভোটারের জন্য একটি করে বুথ থাকবে।

ভোট গ্রহণ শেষে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন থেকে ফল ঘোষণা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিকদের মরণোত্তর সম্মাননা প্রদান
পরবর্তী নিবন্ধশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের কমিটি গঠিত