চলতি অর্থবছরের ছয় মাস চলে গেলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ২৪ শতাংশ বাস্তবায়ন করতে পেরেছে সরকার। ২০২০-২১ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ের এ বাস্তবায়ন ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে ২৪ শতাংশ বাস্তবায়ন হয়েছিল। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে ২ লাখ ১৪ হাজার ৬১১ কোটি টাকার এডিপি ছিল। এ বরাদ্দ থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ব্যয় হয়েছে মাত্র ৫১ হাজার ২৬৬ কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র ২৩ দশমিক ৮৯ শতাংশ। বাস্তবায়নের এই হার গত অর্থবছরের একই সময়ের তুলনায় চেয়ে ৩ শতাংশ কম। গত অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়িত হয়েছিল প্রায় ২৭ শতাংশ বা ৫৭ হাজার ১৯৬ কোটি টাকা।
নাম প্রকাশ না করার শর্তে আইএমইডির সংশ্লিষ্ট এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘চলতি অর্থবছরে কোনোভাবে শতভাগ অর্থ ব্যয় আর সম্ভব নয়।’ এ বিষয়ে আইএমইডি সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বিডিনিউজকে বলেন,আভ্যন্তরীণ সম্পদ বিভাগসহ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ এবার বাস্তবায়নে বেশি পিছিয়ে রয়েছে। পিছিয়ে পড়াদের কাছে আমরা জেনেছি যে অনেক প্রকল্পের ঠিকাদার প্রক্রিয়ায় বিলম্ব ও জমি অধিগ্রহণ নিয়ে মামলাজনিত সমস্যা সৃষ্টি হয়েছে। এসব সমস্যা দূর করে শিগগির আমরা এডিপি বাস্তবায়ন বাড়াতে পারব বলে আশাবাদী। খবর বিডিনিউজের।