ছয় মাসের দণ্ড এড়াতে ৭ বছর হিজড়ার সাজ

অবশেষে পটিয়ার লিটন গ্রেপ্তার

পটিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ৫:৪০ পূর্বাহ্ণ

ছয় মাসের কারাদণ্ড এড়াতে সাত বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন সে। সাজসজ্জায়ও এনেছেন পরিবর্তন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) পরিচয় দিয়েও শেষ রক্ষা হয়নি পটিয়ার লিটন চৌধুরীর (৪০)। অবশেষে গত রবিবার রাত ১১ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানা পুলিশ। সে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা গ্রামের রুহিনী চৌধুরীর ছেলে। পুলিশ জানান, গ্রেপ্তার লিটন নগরীর পাঁচলাইশ এলাকায় তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ নিয়ে এবং পাখি নাম ধারণ করে চলাফেরা করতো। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সে ‘পাখি হিজড়া’ নামে পরিচিত। ২০১৩ সালে গাঁজাসহ নগরীতে গ্রেফতার হয় সে। ওই ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা হয়। এ মামলায় সে জামিনে আসে। পরে আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড এবং ৫শ টাকা জরিমানা অনাদায়ে আরো সাতদিনের কারাদণ্ড দেয়। মামলার রায়ের পর থেকে আসামি লিটন চৌধুরী গ্রেপ্তার এড়াতে তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ ধারণ করে চলাফেরা করতে থাকে।

পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, সাজাপ্রাপ্ত আসামি তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে চট্টগ্রাম নগরীতে শাড়ি, ব্লাউজ পরে ঘোরাফেরা করতো। খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত এ আসামিকে গ্রেপ্তার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসম্মেলনের বছর পার, দেখা নেই কমিটির
পরবর্তী নিবন্ধনাম পরিচয় নেই, শিশুটি বেড়ে উঠছে হাসপাতালে