ছয় বছর ধরে আত্মগোপনে অবশেষে গ্রেপ্তার সেই ব্যবসায়ী

৮০ কোটি টাকা খেলাপি ঋণ ভিন্ন মামলায় তার ছেলেও গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ সেপ্টেম্বর, ২০২২ at ৩:৪৭ পূর্বাহ্ণ

প্রায় ৮০ কোটি টাকা খেলাপি ঋণের জন্য বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত মোহাম্মদ ইকবাল (৬০) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গত সোমবার তাকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া অন্য একটি মামলায় ইকবালের ছেলে তাওসীফ আহম্মদকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। ধৃত ইকবাল নগরের হালিশহর হাউজিং এলাকার বাসিন্দা। তামান্না এন্টারপ্রাইজ নামে একটি টাইলস বিক্রয় প্রতিষ্ঠানের মালিক তিনি।
হালিশহর থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল কুমার দাশ সাংবাদিকদের বলেন, তামান্না এন্টারপ্রাইজের নামে ইকবাল ও তার দুই ভাই ইসলামী ব্যাংক, প্রাইম ব্যাংক ও এক্সিম ব্যাংক থেকে প্রায় ৮০ কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেননি। তাদের বিরুদ্ধে পাঁচটি মামলায় সর্বমোট ৫ বছর ১ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং প্রায় ৩০ লক্ষ টাকা অর্থদণ্ড সাজা হয়েছে। আরও একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে। স্থায়ী ঠিকানার ভিত্তিতে পরোয়ানাগুলো তামিলের জন্য আদালত হালিশহর থানায় পাঠান। সাজা মাথায় নিয়ে তারা চট্টগ্রাম থেকে পালিয়ে যায়। আমরা ঢাকায় ইকবালের মোট চারটি ঠিকানা পেয়েছি। এক বাসায় তারা ৬-৭ মাসের বেশি থাকত না। এভাবে ছয় বছর ধরে নিজেকে আত্মগোপনে রাখতে পেরেছিল।

পূর্ববর্তী নিবন্ধপথসভায় বক্তারা
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়া ক্লাবে কম্পিউটার প্রশিক্ষণের সনদ বিতরণ