ছয় প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

নগরের হালিশহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও দোকানের মালামাল ফুটপাতে রেখে পথচারীর চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ছয় প্রতিষ্ঠানকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর জানান, অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির দায়ে হালিশহরের রাব্বি ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দুটি মামলাও দায়ের করা হয়। একই অভিযানে হালিশহর রোডে সড়ক ও ফুটপাতের উপর অবৈধভাবে দোকানের মালামাল রাখায় আরও পাঁচ প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৭ হাজার টাকা জরিমানা করা হয় বলেও জানান জাফর।

পূর্ববর্তী নিবন্ধনাইক্ষ্যংছড়িতে ২শ লিটার চোলাই মদসহ আটক ২
পরবর্তী নিবন্ধমোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কারবালা মাহফিল