ছয় পুলিশ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

অপহরণ মামলা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৯ মে, ২০২২ at ৫:৪৬ পূর্বাহ্ণ

ডিবি পুলিশ পরিচয়ে আনোয়ারা উপজেলা থেকে পটিয়ায় তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের একটি মামলায় ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন বাদী আব্দুল মান্নান। এর মাধ্যমে শুরু হয়েছে আসামিদের বিরুদ্ধে এ মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম ধাপ। গতকাল ৪র্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা আকতারের আদালতে বাদী এ সাক্ষ্য দিয়েছেন। বাদীর আইনজীবী অজয় বোস রিংকু বিষয়টি নিশ্চিত করেন।

গত বছরের ৩ ফেব্রুয়ারি আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ এলাকা থেকে আবদুল মান্নানকে পটিয়ার ভেল্লাপাড়ায় তুলে নিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটে। এ সময় জড়িতরা নিজেদেরকে ডিবি পুলিশ হিসেবে পরিচয় দেয়। এ ঘটনায় নগর পুলিশের ৬ সদস্যের বিরুদ্ধে আব্দুল মান্নান আনোয়ারা থানায় একটি মামলা করেন। তারা হলেন, কনস্টেবল আব্দুল নবী, এসকান্দর হোসেন, মনিরুল ইসলাম, শাকিল খান, মো. মাসুদ ও মোর্শেদ বিল্লাহ।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, তার কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ১ লাখ ৮০ হাজার টাকা দিলে ছেড়ে দেয়া হয়। পরে ঘটনা অনুসন্ধানে ৬ পুলিশ কনস্টেবলের সম্পৃক্ততা পাওয়া যায়। এ ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয় এবং ছয় পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। গত ২৬ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার আদালতে চার্জশিট গ্রহণ করেন এবং একই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন।

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লার বাক্‌ প্রতিবন্ধী তরুণী ধর্ষণে তিন যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ‘আয়নাতে ওই মুখ দেখবে যখন’ গানের গীতিকার আর নেই