আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. অনুপম সেন বলেছেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা সমাজতন্ত্র ও শ্রমিক সাম্যের মন্ত্রে বিশ্বাসী ছিলেন। তাই তারা জাতীয় চার নীতিতে সমাজতন্ত্রকে অন্তর্ভুক্ত করেছিলেন; বৃহৎ শিল্পকারখানাগুলো রাষ্ট্রীয় মালিকানায় এনেছিলেন। বুধবার বিকেলে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন। নগর জাতীয় শ্রমিক লীগ এ সভার আয়োজন করে।
ড. অনুপম সেন বলেন, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা যখন জাতিকে উদ্বুদ্ধ করেছিলেন, তখনই পুঁজিবাদের পাপিষ্ঠ কুলাঙ্গাররা তাদের হত্যা করেছে। এতে শ্রমিক শ্রেণির অর্থনৈতিক মুক্তির স্বপ্নও মুছে যায়। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক আবদুল আহাদ। সঞ্চালনায় ছিলেন আবুল হোসেন। বক্তব্য দেন আব্দুল মতিন মাস্টার, গাজী জসীম উদ্দীন, আকবর হোসেন, আবুল বসর মাস্টার, ছাবের আহম্মদ, মো. শাহজাহান, রাকিবুল ইসলাম সাজ্জী, আফছার হোসেন চৌধুরী, সাইফুল ইসলাম, আবুল কাসেম, আবু বক্কর, আব্দুল আজিজ, নাইমুল করিম, হাবিবুর রহমান, কামাল উদ্দীন বাদল, জামাল উদ্দীন লিটন, এম.এ জিন্নাহ, নাসির উদ্দীন, মো. ইব্রাহিম প্রমুখ।
নগর শ্রমিক লীগের মতবিনিময় : আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সাথে তাঁর দক্ষিণ খুলশীস্থ বাসভবনে গত ১ নভেম্বর মহানগর জাতীয় শ্রমিক লীগের হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে স্বপন বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বিপ্লব বড়ুয়া বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ধ্বংস করার জন্য চক্রান্তকারীরা দেশে বিদেশে ষড়যন্ত্রে লিপ্ত। জাতীয় শ্রমিক লীগের নেতাকর্মীদেরকে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তব্য দেন, আবু আহমেদ, আবদুল মালেক হাওলাদার, বশির আহমদ, আবদুল হান্নান, আকতার হোসেন, বিমান বড়ুয়া, আবুল কালাম পাটোয়ারী, কাঞ্চন দাশ, মো. ইউসুফ মোল্লা, এম এ মোতালেব প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












