ছয় দফা বাঙালির মুক্তির সনদ

বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তারা

| শনিবার , ১৮ জুন, ২০২২ at ১১:৪৭ পূর্বাহ্ণ

পাকিস্তানের আধিপত্য থেকে বেরিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র অর্জন এবং অর্থনীতিে স্বয়ংসম্পূর্ণ একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই ছিল বঙ্গবন্ধুর রাজনীতির প্রধান উদ্দেশ্য। স্বাধীনতা যেমন একদিনে অর্জিত হয়নি। তেমনি স্বাধীনতা সংগ্রামের এই পথ কখনো মসৃণ ছিল না। সময়োপযোগী রাজনৈতিক কৌশল রচনা এবং অবলম্বন ও তার যথাযথ প্রয়োগের মাধ্যমে বঙ্গবন্ধু ধাপে ধাপে বাঙালি জাতিকে পৌঁছে দেন স্বাধীনতার লক্ষ্যে। ঐতিহাসিক ৬ দফা তেমনি বাঙালি গণমানুষের মুক্তির সনদ।

চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে গতকাল শুক্রবার বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রাম জেলার শাখার উদ্যোগে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর ছয় দফা : বাঙালি গণমানুষের মুক্তির সনদ’ শীর্ষক আলোচনা সভায় সংগঠনের সভাপতি সভাপতি অধ্যাপিকা বেগম সৈয়দা তাহেরার সভাপতিত্বে এবং অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় বক্তারা এসব কথা বলেন।

আলোচনা সভায় আরো বক্তব্য দেন, চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, সাধারণ সম্পাদক ডা. মো. আইয়ুবুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ সেকান্দর চৌধুরী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আফজালুর রহমান, রাজনীতি বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সেলিমুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিসি ক্যামেরার ফুটেজে তিন যুবক
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে তাপস্যরাম সড়ক উদ্বোধন