ছয় দফা ছিল স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পূর্ব সংকেত

আলোচনা সভায় বক্তারা

আজাদী ডেস্ক | বুধবার , ৮ জুন, ২০২২ at ১১:৩৮ পূর্বাহ্ণ

ঐতিহাসিক ছয় দফা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর ৬ দফার ঘোষণা ছিল বাঙালি জাতি সত্তা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পূর্ব সংকেত। ৬ দফার ভিত্তিতে তিনি জনগণকে ঐক্যবদ্ধ করে নবজাগরণ ঘটিয়ে ৬৯ এর গণঅভ্যুত্থান ও ৭১ এর মুক্তিযুদ্ধের অন্যতম দিক নির্দেশক হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছেন। এটি ছিল মূলত বাঙালির মুক্তিসনদ এবং ৬ দফার পথ ধরেই এদেশের স্বাধীনতা এসেছে।

মহানগর আওয়ামী লীগ : মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর ৬ দফার ঘোষণা ছিল বাঙালি জাতি সত্তা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পূর্ব সংকেত। ১৯৬৬ সালের এই দিনে ঢাকা চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশের রাজপথ মনু মিয়া সহ ১১ জন শহীদের রক্তে রঞ্জিত হয়েছিল। ১৯৬৬ সনের ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু যখন লাহোরে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বিরোধী দলের কনভেনশনেস ৬ দফার রূপরেখা ঘোষণা দিয়েছিলেন তখন অনেক রাজনৈতিক নেতা বিচ্ছিন্নতাবাদের গন্ধ আবিষ্কার করে, এমনকি আওয়ামী লীগের অনেক নেতাও সেদিন ৬ দফার বিরোধীতা করেছিল।

গতকাল ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, এম. জহিরুল আলম দোভাষ, শেখ মাহমুদ ইসহাক, মাহবুবুল হক মিয়া, আবু তাহের, শহিদুল আলম, পেয়ার মোহাম্মদ প্রমুখ।

দক্ষিণ জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, চট্টগ্রামের লালদীঘি ময়দান থেকে বঙ্গবন্ধু চট্টগ্রামের অবিসংবাদিত নেতা জহুর আহমদ চৌধুরী ও এম এ আজিজ সহায়তায় ৬ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। ৫২’র ভাষা আন্দোলন ও ৬২’র শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর প্রতি বাঙালিদের বিশ্বাস ভঙ্গতার ফলে সমগ্র পূর্ব বাংলার জনগণকে অপমানের আগুন জ্বলছিল। গতকাল বিকেল ৪টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে ও শ্রম সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগ আইন বিষয়ক সম্পাদক এড. মির্জা কছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড. জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ প্রমুখ।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফাই ছিল মূলত বাঙালির মুক্তিসনদ এবং ৬ দফার পথ ধরেই এদেশের স্বাধীনতা এসেছে। ঐতিহাসিক ৬ দফা দিবসে গতকাল বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের আলোচনায় তিনি এসব কথা বলেন।

সংগঠনের সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ রাশেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সহ সভাপতি মো. আবুল কালাম আজাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে অপহৃত স্থানীয় যুবক উদ্ধার দুই রোহিঙ্গা আটক
পরবর্তী নিবন্ধএবার মাদারবাড়িতে জুতা কারখানায় আগুন