ছয়দফা আন্দোলনের চেতনায় বাংলাদেশ বিনির্মাণের আহবান

স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সভা

| মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদ চট্টগ্রামের উদ্যোগে গত ১৫ জুন সংগঠন কার্যালয়ে আহবায়ক অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোহাম্মদ লিপটনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতির অধিকার আদায়ের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লাহোরে সর্বদলীয় সম্মেলনে ৬ দফা পেশ করেন। বঙ্গবন্ধুর ৬ দফা পেশের মাধ্যমে পূর্ববাংলার অর্থনৈতিক, নিরাপত্তা, সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক স্বার্থকে উর্ধে তুলে ধরা হয়। কিন্তু তৎকালীন পাকিস্তান শাসক গোষ্ঠী বঙ্গবন্ধুর যৌক্তিক ৬ দফা দাবিকে প্রত্যাখান করেন।

যৌক্তিক ৬ দফা দাবি আদায়ে বঙ্গবন্ধু তৎকালীন পূর্ব বাংলার রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করেন। যার মধ্যেমে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয়।

বক্তারা ছয়দফা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ বিনির্মাণের আহবান জানান। সভায় বক্তব্য রাখেন হাসিনা জাফর, রিজোয়ান রাজন, সালাহউদ্দিন আহমেদ, পূর্ণিমা দাশ, প্রণব রঞ্জন চক্রবত্তী, রোকন উদ্দীন আহমেদ, অরুণ দাশ, রেখা রানী বড়ুয়া, মো. জাফর ইকবাল, সরিৎ চৌধুরী সাজু, ফারুক হোসেন, সায়েস উদ্দীন, ইটু কুমার সেন, সনজীত দাশ, অসীম দাশ গুপ্ত, মো. ইমন সরকার, এস,এম হাসান উদ্দীন, মো. লাভলু, জেকব ডাইচ, বিজয় বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদক্ষিণজেলা কৃষকলীগের বৃক্ষরোপন কর্মসূচি
পরবর্তী নিবন্ধস্বাস্থ্যবিধি ও পরিবেশ রক্ষায় নিষ্ঠা ফাউন্ডেশনের কুরবানি সেবা প্রকল্প