জাতীয় ছড়া দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, সুকুমার বড়ুয়া বাংলাদেশের ছড়াসাহিত্যের অগ্রণী পুরুষ। যে ক’জন লেখক শুধু ছড়াসাহিত্য চর্চা করে খ্যাতির শিখরে অবস্থান করেছেন তাঁদের মধ্যে তিনি অন্যতম। তাঁর প্রায় প্রতিটি ছড়াই আকর্ষণীয় ও স্বতঃস্ফূর্ত। ‘বিষয়ের অভিনবত্বে এবং প্রকাশভঙ্গির সাবলীলতায়’ তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী ছড়াসাহিত্যিক। তাঁর জন্মদিনে জাতীয় ছড়া দিবস পালন করাই হলো ছড়া–জাদুকর সুকুমার বড়ুয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শন।
গতকাল সোমবার বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন ছড়াশিল্পী সনজীব বড়ুয়া। একাডেমির পরিচালক রাশেদ রউফ–এর সভাপতিত্বে আলোচনায় ছিলেন আকাশ আহমেদ, কাঞ্চনা চক্রবর্তী, গোফরান উদ্দীন টিটু, নিজামুল ইসলাম সরফী, মর্জিনা আখতার। আবৃত্তিশিল্পী আয়েশা হক শিমুর সঞ্চালনায় বক্তারা বলেন, সাহিত্যের অপরাপর শাখার মতো ছড়াও এগিয়ে গেছে সমান্তরালে, হয়েছে সুদূর প্রসারী ও দিগন্ত বিস্তারী। সম্ভাবনার বাংলাদেশে ছড়ার অগ্রযাত্রা রীতিমত গর্বের বিষয়। এতে উদ্বোধনী ছড়া পাঠ করেন আকতার হোসাইন, আবুল কালাম বেলাল, ইফতেখার মারুফ, উৎপলকান্তি বড়ুয়া, এয়াকুব সৈয়দ, জসীম মেহবুব, জিন্নাহ চৌধুরী, দীপক বড়ুয়া, প্রদ্যোত কুমার বড়ুয়া, বিপুল বড়ুয়া, মারজিয়া খানম সিদ্দিকা, মিজানুর রহমান শামীম, সৈয়দ খালেদুল আনোয়ার, সৈয়দ জিয়াউদ্দীন। আবৃত্তি করেন এস টি এফ যূঁথী, টম্পী ভৌমিক, তটিনী বড়ুয়া, রিনিক মুন, সৌভিক চৌধুরী। এরপর ছড়ার সমকালীনতা শীর্ষক আলোচনা পর্বে সভাপতিত্ব করেন অরুণ শীল। আলোচক ছিলেন অমিত বড়ুয়া, আখতারুল ইসলাম, আজিজ রাহমান, ইসমাইল জসীম, কানিজ ফাতিমা, সুবর্ণা দাশ মুনমুন।
ছড়াপাঠে সভাপতিত্ব করেন মৃণালিনী চক্রবর্তী ও কাসেম আলী রানা। ছড়াপাঠ করেন আনিস শাহরিয়ার, কল্যাণ বড়ুয়া, ইলিয়াস হোসেন, শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদ, নাসের রহমান, কাজী নাজরিন, কুতুবউদ্দিন বখতেয়ার, গৌতম কানুনগো, জায়তুননেসা জেবু, জিতেন্দ্রলাল বড়ুয়া, জোনাকি দত্ত, তসলিম খাঁ, তানভীর হাসান বিপ্লব, দীপিকা বড়ুয়া, নুরনাহার নিপা, পুষ্পিতা সেন, মলিনা মজুমদার, মো. আসিফ ইকবাল, মোহাম্মদ নেছার, রিফাত ফাতিমা তানসি, রুনা তাসমিনা, লিপি বড়ুয়া, শাহী মোহাম্মদ ইলিয়াস, শিরিন আফরোজ, সুপর্ণা লিপি বড়ুয়া, সোমা মুৎসুদ্দী, সৈয়দা করিমুননেসা, সৈয়দা সেলিমা আক্তার, ইলিয়াস সরকার, উজ্জ্বল সম্পু, এনায়েত হোসেন পলাশ, শাহেদ আলী টিটু, কানিজ ফাতেমা লিমা, খনরঞ্জন রায়, ছালামত উল্লাহ, জসিম উদ্দিন খান, ডা. প্রণব কুমার চৌধুরী, জিএম জহির উদ্দীন, নবারুণ কান্তি বড়ুয়া, নাটু বিকাশ বড়ুয়া, নীল রতন দাশগুপ্ত, নূরনাহার নিপা, নুসরাত সুলতানা, পুলক চন্দ, পূর্বা চৌধুরী, প্রতিমা দাশ, ফারজানা রহমান শিমু, বাসুদেব খাস্তগীর, বিকাশ বড়ুয়া, মিতা পোদ্দার, মোয়াজ্জেম হোসেন, মোহিনী সংগীতা সিংহ, রায়হানা হাসিব, রূপক কুমার রক্ষিত, লিটন কুমার চৌধুরী, শওকত আলী সুজন, শরণংকর বড়ুয়া, শিপ্রা দাশ, শুকলা আচার্য্য, শ্রাবন্তী বড়ুয়া, সরওয়ার আরমান, সাইফুল্লাহ কায়সার, সিমলা চৌধুরী, সুচিত্রা ভট্টাচার্য, সুসেন কান্তি দাশ, সেলিম তালুকদার আকাশ, সৌরভ শাখাওয়াত। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শিশুদের কণ্ঠে আবৃত্তি পরিবেশন হয়। প্রেস বিজ্ঞপ্তি।












