ছড়া-জাদুকর সুকুমার বড়ুয়া : শিশু-কিশোর সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র

| মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৪:৫২ পূর্বাহ্ণ

সুকুমার বড়ুয়া (১৯৩৮২০২৬)। ছড়াসাহিত্যিক। সাহিত্যে দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকপ্রাপ্ত। বাংলা শিশুকিশোর সাহিত্যের ছড়ার ভুবনে কিংবদন্তি। সুকুমার বড়ুয়া এক উজ্জ্বল ও নির্ভরযোগ্য নাম। তিনি ছড়াকে নিছক ছন্দোবদ্ধ শব্দের বিনোদনে সীমাবদ্ধ রাখেননি; বরং শৈশবের অনুভূতি, প্রকৃতি ও সমাজবাস্তবতাকে ছড়ার ভাষায় শিল্পসম্মত রূপ দিয়েছেন। তাঁর ছড়ায় শিশুমনের সরলতা যেমন প্রকাশ পেয়েছে, তেমনি নীরবে স্থান করে নিয়েছে মানবিক মূল্যবোধ ও জীবনচেতনা। তিনি ১৯৩৮ সালের ৫ ই জানুয়ারি চট্টগ্রাম জেলার রাউজান থানার বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম সর্বানন্দ বড়ুয়া আর মায়ের নাম কিরণ বালা বড়ুয়া। মাত্র ৫ বছর বয়সে ৪৩ এর মন্বন্তরে বাবাকে হারিয়েছেন তিনি। ফলে শৈশবে নেমে পড়েন রোজগারে। ১৯৫০ সালের ১ লা জুন তিনি তাঁর প্রথম নাম লেখান শিশুশ্রমিকের খাতায়। আর্থিক অনটনের কারণে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে। তৃতীয় শ্রেণির পরীক্ষা তাঁর দেয়া হয় নি। তাঁর ভাষায় -‘মাত্র আড়াই ক্লাস’ পড়ুয়া ছাত্র আজকের ছড়া সম্রাট সুকুমার বড়ুয়া। কর্মজীবনে কোনো সময় শিশুর সঙ্গ দেয়া, কোনো সময় রান্না করা, আইছক্রিম বিক্রি করা ইত্যাদি কাজ কারার পর ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৪ টাকা বেতনে একটি চাকরি জোটে তাঁর। বিশ্ববিদ্যালয়ের নিম্নপদস্থ কর্মচারী হয়েও লেখালেখির কারণে তিনি সবার নজরে চলে আসেন। তিনি সর্বশেষে বিশ্ববিদ্যালয়ের পুষ্টিভবনের ‘সহকারী স্টোরকিপার’ পদ থেকে অবসর গ্রহণ করেন। লেখালেখি জীবনে তাঁর প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছেপাগলা ঘোড়া, ভিজে বেড়াল চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া, চিচিং ফাঁক, কিছু না কিছু, প্রিয় ছড়া শতক, বুদ্ধ চর্চা বিষয়ক ছড়া, ঠুস্‌ঠাস্‌, নদীর খেলা, আরো আছে, ছড়া সমগ্র ঠিক আছে ঠিক আছে, কোয়াল খাইয়ে, ছোটদের হাট, লেজ আবিষ্কার। তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৭) ছাড়াও বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৯৭) ও একুশে পদক (২০১৭) সহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। ২০২৬ খ্রিষ্টাব্দের ২ রা জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধকিংবদন্তি ছড়াকার