‘ইট পাথরের এই শহরে একটু সবুজ থাকুক টিকে, জাগো মানুষ জাগো জাগো রক্ষা করো সিআরবিকে।’ সিআরবি রক্ষার আন্দোলনে আজ জেগেছে মানুষ। কখনো গান, কখনো কবিতা, কথামালা, কখনো জাদু কিংবা নূপুরের নিক্কনে তারা জানান দিচ্ছে, ‘রক্ত চাওতো দিতে রাজি, সিআরবিতে হাত দিবা না; চট্টলবাসী ক্ষেপলে পরে দাবায় রাখতে পারবা না।’
গতকাল শনিবার নাগরিক সমাজ চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন চট্টগ্রামের কবি ও ছড়াকারবৃন্দ। তাদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের সভাপতি নাগরিক সমাজ চট্টগ্রামের কো-চেয়ারম্যান রাজনীতিক মফিজুর রহমান বলেন, যুগে যুগে যেকোনো প্রতিবাদে, আন্দোলন সংগ্রামে ছড়াকার, কবি সাহিত্যিকরা ভূমিকা রেখেছেন তাদের লেখনীর মধ্য দিয়ে। সিআরবি রক্ষার আন্দোলনেও চট্টগ্রামের ছড়াকার ও কবিরা মিলে তাদের প্রতিবাদ জানিয়েছেন ছন্দে, গদ্যে, কাব্যে। আমরা তাদের এ প্রতিবাদকে স্বাগত জানাই, কৃতজ্ঞতা জানাই।
ছড়াকার উৎপল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় স্বরচিত ছড়া ও কবিতা আবৃত্তি করেন, কবি অধ্যাপক হোসাইন কবির, কবি জিন্নাহ চৌধুরী, কবি মিনু মিত্র, রাদিয়া আফরিন নাশরাহ, সৈয়দা সেলিমা আকতার, জসিম মেহবুব, আকাশ আজিজ, তৈয়বা জহির আরশি, বাবলা চৌধুরী, শিপ্রা দাশ, বিশ্বজিৎ সেন সোমা মুৎসুদ্দি প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।