ছড়ার আধ্যাত্মিক পুরুষ ও ছড়ার ফেরিওয়ালা সুকুমার বড়ুয়া

টিআইসিতে বোধন আবৃত্তি পরিষদের অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ২৫ জুন, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশের প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়ার উপস্থিতিতে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম আয়োজন করেছে ‘সুকুমার সন্ধ্যা’। নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম মিলনায়তনে বোধনের আবৃত্তিশিল্পীরা ছড়ায় ছড়ায় জীবন্ত কিংবদন্তী সুকুমার বড়ুয়ার যাদুকরী ছড়ার অনন্য মুহূর্ত মেলে ধরে। শুরুতে সুকুমার বড়ুয়ার ছড়ায় শিশুদের দলীয় পরিবেশন অনুষ্ঠিত হয়। পরে স্বাগত বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের প্রশিক্ষণ সম্পাদক সঞ্জয় পাল। বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সভাপতি সোহেল আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজের সঞ্চালনায় এরপর এ ছন্দের যাদুকরকে ক্রেস্ট প্রদান পর্বে আমন্ত্রিত অতিথি মহিলা কলেজ চট্টগ্রামের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহানা শরমিন তালুকদার বলেন, বোধনে এ মুহুর্তটা খুবই সম্মানের। যেখানে বাংলা সাহিত্যের কালজয়ী ছড়ার যাদুকর স্বয়ং উপস্থিত রয়েছেন। বোধনের এ আয়োজন প্রশংসনীয় ভূমিকা রয়েছে। সুকুমার বড়ুয়ার প্রিয় ছড়া নিয়ে আলোচনা পর্বে অতিথি সঞ্চালক ছিলেন শিশুসাহিত্যিক ছড়াকার রাশেদ রউফ। এতে অতিথি আলোচক ছিলেন কবি ও নাট্যজন সঞ্জীব বড়ুয়া, কবি ও সাংবাদিক ওমর কায়সার, শিশুসাহিত্যিক জসীম মেহবুব। তারা বলেন, ছড়ার প্রধান আকর্ষণ হচ্ছে ছন্দ। যেখানে ফুটে উঠেছে ছন্দের যাদুর খেয়াল, রয়েছে অনুপ্রাসের পাশাপাশি বিদ্রুপ। তাই খুবই স্বতঃস্ফূর্ত ও তাৎক্ষণিকভাবে তিনি এতো প্রিয় ছড়া লিখেছেন কোনটা প্রিয় সেটা বলা খুবই দুষ্কর। অনুষ্ঠানে বোধনের শিশুবিভাগের শিল্পীরা একক ও বৃন্দ পরিবেশনায় অংশ নেন। এতে উপস্থিত ছিল অনুদীপ নাথ, অনুশ্রী দাশ, অন্বেষা দাশ, অভিনব বড়ুয়া, অভিমন্যু বড়ুয়া, অভিরূপ সেন, অরিত্র চৌধুরী, অরিত্র বড়ুয়া, অরিত্রা এঞ্জেল, অরুন্ধতী বড়ুয়া, অর্জয়িতা নন্দী ঘুড়ি, আইমান বিন নাছির চৌধুরী, আনভিতা আরুশি, আন্তর্লীনা কর, আয়ুশ বরুয়া, আরাধ্যা ঋদিনী কুহু, আরাধ্যা দাশ, আরিনাভ রুদ্র, ইচ্ছে বড়ুয়া, ইয়াস চৌধুরী, উদ্দীপ্ত দাশ, ঋত্তিকা খাস্তগীর, ওমি সেন, চিন্ময় চৌধুরী, দিব্য দাশ, দেবাজ্যোতি দে, নুসরাত বিনতে নাছির, পূর্ণতা চক্রবর্তী, প্রত্যুষ বিশ্বাস, প্রিয়মা দাশ প্রেক্ষা দাশ, মোহাম্মদ বিন আব্দুল কায়াম চাঁদ, রাজন্য ঘোষ, রাজর্ষি চৌধুরী, রাজর্ষী চৌধুরী, রাফিয়াতুন সানজানা রিহা, রোশনী বিশ্বাস, শামসুল আদনান চৌধুরী, শোভন দাশ, শৌভন দাশ, শ্রবণা ভৌমিকা, শ্রেষ্ঠ বিশ্বাস, সনম নন্দী, সিদরাতুল মুনতাহা তোয়া, সীমান্ত দে, সুহিতা দে, সোয়াদ সাদমান আলম, স্বাগতা চক্রবর্তী, অরিত্রিকা চৌধুরী, ইয়াশরা ফাতিমা প্রমুখ। শিশুদের এ প্রযোজনার নির্দেশনা ও মহড়া পরিচালনায় ছিলো আবৃত্তিশিল্পী ঈশা দে। সঞ্চালনায় শিশু আবৃত্তিশিল্পী সুপ্তি দাশ ও পূর্ণ বিশ্বাস। ছিল বোধনের বড়দের পরিবেশনায় আবৃত্তিশিল্পী সঞ্জয় পালের নির্দেশনায় ‘মেজবান হাইলে আয়ুন’ দলীয় প্রযোজনা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিযোগিতা আইন বাজার মনিটরিংয়ে ভূমিকা রাখবে
পরবর্তী নিবন্ধপ্যাসিফিক জিন্স গ্রুপ ও এপিক হেলথ কেয়ারের সেবা চুক্তি