ছড়ারাজ

সৈয়দা করিমুননেসা | মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৪:৫৬ পূর্বাহ্ণ

হিসাব করে কিছুই করিনি জীবনে

সংখ্যায় কমবেশি মাপা হয় ধরণীতে

কম হওয়ায় আচ্ছ্বাসে নিধন

নিপীড়ন, যাতনা কী ভীষণ!

সংখ্যাগরিষ্ঠরা নতজানু হয়

সৃষ্টিশীল মানুষের কাছে

সবকিছুর ঊর্ধ্বে আজ

সুকুমার বড়ুয়া, ছড়ারাজ।

পূর্ববর্তী নিবন্ধতুমি চিরঞ্জীব
পরবর্তী নিবন্ধঅনন্ত লোকের যাত্রী