ছড়াকার সুকুমার সেরা দেশ জুড়ে
তার ছড়া কড়কড়া ছন্দ ও সুরে।
লেখাতে মুক্তো ঝরে ঝলমলে আলো
সেই ছড়া পড়ে সুখ,লাগে জানি ভালো।
লেখাতে পাখিরা ওড়ে স্বদেশের ছবি
লেখাতে ফুলেরা হাসে আলোকিত রবি।
পাঠ্য বইতে ছিলো ছড়া জানি তার
তাই তিনি সুকুমার প্রিয় ছড়াকার।
শিশুদের কথা ভেবে লিখেছেন ছড়া
সেই ছড়া সকলের মন দিয়ে পড়া।
সবার হৃদয়ে জানি সুকুমার রবে
তার লেখা ছড়াতেই দেশ গড়া হবে।








