নগরীর লালদীঘি পাড় এলাকায় ছোলাইবোঝাই একটি ট্রাক উল্টে ফারুক ইসলাম (৩০) নামে এক সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। গতকাল বিকাল তিনটার দিকে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ–সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে ডালবোঝাই একটি ট্রাক যাত্রীবাহী সিএনজিকে চাপা দিলে চালক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের একটি টিম ডালগুলো সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির দৈনিক আজাদীকে বলেন, দুর্ঘটনার শিকার গাড়িটি আমরা জব্দ করেছি।