ছোট সাজ্জাদ ও তার স্ত্রীকে আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ ডিসেম্বর, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামসহ সারাদেশে আলোচনায় থাকা সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আদেশ দিয়েছেন আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক শুনানি শেষে এ আদেশ দেন। এসময় রাজশাহী ও ফেনী কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারা। এর আগে নগরীর কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে আওয়ামী সরকার পতনের দিন গত বছরের ৫ আগস্ট নগরীর নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র নিজাম উদ্দিন হত্যা মামলায় এ দম্পতিকে গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে আবেদন করা হয়। চট্টগ্রাম মেট্রোপলিপটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিজাম উদ্দিন হত্যা মামলায় সাজ্জাদ ও তার স্ত্রীর সংশ্লিষ্টতা উঠে এসেছে তদন্তে। এরই প্রেক্ষিতে তাদেরকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

আদালতসূত্র জানায়, গত ১৫ ডিসেম্বর নগরীর চান্দগাঁও থানার হত্যা ও সংঘর্ষের পৃথক দুটি মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে সাজ্জাদ ও তার স্ত্রী তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিলেন আদালত। আদালতসূত্র আরো জানায়, গত মাসে সাজ্জাদ ও তার স্ত্রীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রাজশাহী ও ফেনী কারাগারে স্থানান্তর করা হয়। সাজ্জাদ ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার আসামি। তার স্ত্রীর বিরুদ্ধেও হত্যাসহ ১০ টির মতো মামলা রয়েছে। গত ১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে গ্রেপ্তার করে পুলিশ। এর কিছুদিন পর তার স্ত্রী তামান্নাকে নগরীর বহদ্দারহাট এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তারা দুজন কারাগারে বন্দী আছেন।

পূর্ববর্তী নিবন্ধখুলনায় এনসিপির শ্রমিক নেতাকে গুলি
পরবর্তী নিবন্ধ৬৮৮ মিলিয়ন ডলার ঋণ দেবে এডিবি, চুক্তি স্বাক্ষর