মৃত্যুর সাথে ছয়দিন লড়াই করে মারা গেল লক্ষ্মীপুরে ঘরে আগুন লাগা বিএনপি নেতার বড় মেয়ে স্মৃতি আক্তার। ১৮ বছর বয়সী স্মৃতি আক্তারের ৯০ শতাংশ শরীর দগ্ধ হয়েছিল বলে জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দীন।
এর আগে গত ১৯ ডিসেম্বর গভীর রাতে লক্ষ্মীপুরের ভবানীগঞ্জে ইউনিয়ন বিএনপির সহ–সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে গভীর রাতে আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় তার ছোট মেয়ে সাত বছর বয়সী আয়েশা আক্তারের মৃত্যু হলে এনিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। খবর বিবিসি বাংলার। স্থানীয় গণমাধ্যমকর্মী পাবেল হোসেন জানিয়েছিলেন, বেলাল হোসেন তার স্ত্রী ও পাঁচ সন্তানসহ রাতে ঘুমাতে যাওয়ার কিছুক্ষণ পরই ঘরের মূল দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত ব্যক্তিরা।












