ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইয়ের মামলা

ক্ষতিপূরণের ৩০ লাখ টাকা আত্মসাৎ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৪:৫২ পূর্বাহ্ণ

ওয়ারিশ সনদ জাল করে এবং তা এলএ শাখায় জমা দিয়ে প্রতারণার মাধ্যমে ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগে আপন দুই ছোট ভাই এবং ইউপি চেয়ারম্যানসহ চারজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সীতাকুণ্ডের মঘাদিয়া এলাকার বাসিন্দা মো. সলিমুল্লা প্রকাশ দিদার নামের এক ব্যক্তি। অভিযুক্ত চারজন হলেন, দিদারের ছোট ভাই মো. মনিরুল ইসলাম, নজরুল ইসলাম, মঘাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহঙ্গীর আলম ও আবুল খায়ের নামের অপর এক ব্যক্তি। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে দিদার মামলাটি দায়ের করেন।

শুনানি শেষে বিচারক মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। দিদারের আইনজীবী সাজেদা বেগম সনিয়া আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বিবাদীরা পরস্পর যোগসাজসে প্রতারণার মাধ্যমে ওয়ারিশ সনদ জালিয়াতি করে তা জেলা প্রশাসনের এলএ শাখায় দাখিল করেন। একপর্যায়ে ক্ষতিপূরণের ৩০ লাখের বেশি টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন। তিনি বলেন, পশ্চিম ইছাখালি মৌজায় থাকা আমার মক্কেলের জায়গা সরকারের প্রয়োজন হলে অধিগ্রহণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধওয়ানডেতে ৩০০ উইকেটের ক্লাবে সাকিব