ছোট ভাইয়ের ছবি দুহাতে বুকের সামনে ধরে সন্ধান চাইছেন বড় ভাই। অগ্নিকাণ্ডের দুই দিন পর বিএম ডিপোর সামনে দাঁড়িয়ে দৃষ্টি আকর্ষণের এমন চেষ্টায় তার সঙ্গে রয়েছেন ছোট ভাইয়ের এক বন্ধুও। গতকাল মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ডের ওই ডিপোর গেটের সামনে আবদুল মনির হোসেনের (৩০) ছবি আর ভোটার আইডি কার্ড নিয়ে সবাইকে দেখাচ্ছিলেন আবদুল করিম। সঙ্গে রয়েছেন মনিরের বন্ধু মো. রানা। করিম বলেন, যদি কেউ আমার ভাইকে কোথাও দেখেন, যদি খবর পাই, এ আশায় এসেছি। খবর বিডিনিউজের।
শনিবার রাতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের যৌথ বিনিয়োগের কোম্পানি বিএম ডিপোতে বিস্ফোরণের সময় সেখানে কর্মরত ছিলেন ‘ফর্ক লিফট অপারেটর’ মনির। এরপর থেকে তার আর খোঁজ মেলেনি। বড় ভাই আবদুল করিম জানান, তাদের বাড়ি সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ সলিমপুরের ফকিরহাট গ্রামে। আট মাস আগে ভাই বিয়ে করেছিল, তার স্ত্রী অন্তঃসত্ত্বা। তিনি বলেন, সেদিন রাত ৯টার দিকে স্ত্রীকে ফোন করেছিল মনির।
জিজ্ঞেস করেছিল খাবার আর ওষুধ খেয়েছে কি না। সেসময় ডিপোতে আগুন লেগেছে জানিয়ে টেলিফোনে মনির বলেছিলেন, পরে ফোন করবে। পরে আর ফোন করেনি। আমরাও কল করে বন্ধ পেয়েছি। এরপর ছোট ভাইয়ের খোঁজে শনিবার রাতে বিএম কন্টেনার ডিপোতে গেলেও সন্ধান পাননি বড় ভাই করিম। ‘রাত ১২টার দিকে আসি। অনেক খুঁজেও পাইনি। তারপর চট্টগ্রাম মেডিকেলে যাই। সব সরকারি হাসপাতালে যাই। এমনকি সিএমএইচেও গেছি। কোথাও ভাইয়ের দেখা পাইনি। তবু আশা ছাড়েননি। তিনি বলেন, ঢাকায় লোক পাঠিয়েছি। সেখানে কোনো হাসপাতালে আছে কি না দেখতে।











