নারী এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে যাওয়া বাংলাদেশ নারী ফুটবদল দলকে গতকাল সোমবার বৃটিশ কোচ পিটার বাটলার মাঠের অনুশীলন করাননি। টিম হোটেলেই রিকভারি সেশন হয়েছে। বাহরাইনের সাথে খেলার দিন ছিল ঋতুপর্ণার ছোট ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ভাইকে হারানোর দিনে তিনি দেশের হয়ে গোল করেছেন। সেটা তার জন্য বিশেষ এক প্রাপ্তির, বলেন ‘ সেদিন আমার ভাইয়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল। সবমিলিয়ে আমার খুব আদরের ছোট ভাই। টার্গেট ছিল গোল পেলে তার উদ্দেশ্যে উৎসর্গ করবো। গোল করে পরবর্তীতে তাই করতে পেরেছি।’ ২০২৪ নারী সাফে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন ঋতুপর্ণা। এশিয়ান কাপ বাছাইয়েও দুর্দান্ত গোল করেছেন রোববার। বাংলাদেশের এশিয়া কাপ খেলা নির্ভর করছে মূলত মিয়ানমারের বিপক্ষে ম্যাচের ফলাফলের উপর। ফিফা র্যাঙ্কিংয়েও তারা (৫৫) বাংলাদেশের (১২৮) থেকে অনেক এগিয়ে। পাঁচ বছর আগে সবশেষ দেখায় মিয়ানমারের কাছে ৫–০ গোলে হেরেছিল বাংলাদেশ। এবার নিজেদের শক্তি দেখাতে চাইছেন ঋতুপর্ণা চাকমারা, ‘আমাদের প্রথম ম্যাচ শেষ। ভালো একটি ফল নিয়ে বের হয়েছি, এখন পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছি। আজকে রিকভারি সেশন ছিল; সুইমিং ও স্ট্রেচিং।
কোচ এখন দ্বিতীয় ম্যাচ নিয়ে যে নির্দেশনা দিবেন, তা কাজে লাগাবো এবং আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করবো।’ বাংলাদেশ নারী ফুটবল দলের সঙ্গে অনেক দিন থেকে রয়েছেন সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। বছর পাঁচেক আগে ৫ গোলের ব্যবধানে হারা ম্যাচেও তিনি ছিলেন। এবার ভিন্ন রকম ফল পাওয়ার জন্য চেষ্টার কথা জানালেন মিয়ানমার থেকে, ‘প্রথম ম্যাচটি ভালোভাবে শেষ করতে পেরেছি। এখন দেশবাসির কাছে দোয়া চাই, যেন মিয়ানমারের বিপক্ষে ভালো করতে পারি, যদিও তাদের র্যাঙ্কিং ৫৫। তবে যার যার জায়গা থেকে ভালো খেলতে পারলে ভালো ফল হবে। আগের ম্যাচে সবাই যার যার জায়গা থেকে ভালো করেছে। আমরা এখন পরের ম্যাচ নিয়ে প্রস্তুত হচ্ছি।’