কাপ্তাই চট্টগ্রাম সড়কের লিচুবাগানে সড়কের উপর একটি গর্ত সৃষ্টি হয়েছে। এই গর্তের কারণে সকল প্রকার যানবাহন চলাচলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সবাইকে। গর্তটি ছোট হলেও এর গভীরতা অনেক বড়। এই গর্তে পড়ে অনেক সময় গাড়ি আটকে যায়। এর ফলে সড়কের উপর দীর্ঘ যানজট তৈরি হয়। একারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বাস চালক সোনা মিয়া এবং মো. জসিম উদ্দীন বলেন, লিচুবাগান সড়কটি এমনিতেই অনেক চিপা। সড়কের দুইপাশে মাটি ভরাট হয়ে রাস্তা ছোট আকার ধারণ করেছে। তার উপর রাস্তার দুই পাশে অবৈধভাবে দাঁড়িয়ে থাকে ট্রাক এবং সিএনজি। অনেক সময় যাত্রীবাহী মাইক্রোবাসও সড়কের পাশে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। এর মধ্যে সড়ক জুড়ে রয়েছে গর্ত। গর্তের মধ্যে ২৪ ঘন্টা পানি জমে থাকছে। এই গর্ত ডিঙ্গিয়ে দ্রুততম সময়ের মধ্যে লিচুবাগান সড়ক অতিক্রম করা সম্ভব হচ্ছেনা।
লিুচাবাগানের স্থানীয় ব্যাবসায়ী আবুল কাশেম এই প্রতিনিধিকে বলেন, বৃষ্টি হোক নাহোক লিচুবাগানে এই গর্তে সবসময় পানি জমে থাকে। সড়কের পাশে পাকা ড্রেন থাকলেও অবৈধভাবে ড্রেন গুলো মাটি চাপা দিয়ে ভরাট করে রাখা হয়েছে। ঐ স্থানে অবৈধ পার্কিং করে রাখার ফলে সড়ক অনেক ক্ষীণ হয়ে পড়েছে। আর সড়কের উপর যে পানি জমা হচ্ছে তা হলো আশপাশের দোকান ও বাসাবাড়ির ময়লা পানি। তিনি বলেন লিচুবাগানে অধিকাংশ দোকানের প্রস্রাব খানার ময়লা পানি সড়কের উপর দিয়ে গড়িয়ে পড়ছে। লিুচবাগান বিদ্যুৎ অফিসের সামনে থেকে সড়কের দুই পাশে অবৈধভাবে ড্রেন ভরাট করে রাখা হয়েছে। গাড়ি চলাচলের ফলে এসব ময়লা পানির ছিটকা অনবরত মানুষের শরীরে গিয়ে লাগছে। এ ব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।












