ছোট পর্দায় দেখা যাবে নয়া কেমিস্ট্রি! হালের জনপ্রিয় অভিনেতা মুশফিক ফারহানের বিপরীতে প্রথম অভিনয় করছেন চ্যানেল আই ক্ষুদে গানরাজ’র শিল্পী পড়শী। ফারহান-পড়শী একসঙ্গে পর্দায় আসছেন ‘শাদি মোবারক’ নাটকে।
এ তারকাদ্বয়কে নিয়ে নাটকটি বানাচ্ছেন গেল ঈদে আলোচিত নাটক ‘হাঙ্গর’র নির্মাতা মাহমুদ মাহিন। গতকাল মঙ্গলবার ‘শাদি মোবারক’ এর শুটিং চলছে ঢাকার অদূরে মাওয়াতে। সেখান থেকে মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে পরিচালক মাহিন বলেন, এটি পারিবারিক নাটকীয়তার গল্প। ঈদে সুলতান এন্টারটেনমেন্টের ইউটিউবে নাটকটি পাওয়া যাবে, প্রচার হবে টেলিভিশনেও।
‘শাদি মোবারক’ নাটকের গল্পের ধারণা দিতে গিয়ে পরিচালক জানান, প্রবাসীর দেশে ফিরে বিয়ে এবং দাম্পত্যজীবনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় কেন্দ্র করে গল্প এগিয়েছে। ফারহান-পড়শী ছাড়াও ২০ জনের মতো শিল্পী এতে অভিনয় করছেন। ফারহানকে নিয়ে ‘পাগল তোর জন্য’, ‘হৃদ মাজারে’, ‘হাঙ্গর’সহ একাধিক নাটক বানিয়েছেন মাহিন। এবারই প্রথম নিলেন কণ্ঠশিল্পী পড়শীকে।