ছোট পর্দায় ফিরছেন অপরাজিতা

| রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩১ পূর্বাহ্ণ

বড় পর্দায় গিয়ে সফল হওয়ার পর ছোট পর্দা থেকে দূরে সরে গিয়েছিলেন টালিগঞ্জের অভিনেত্রী অপরাজিতা আঢ্যে। তবে আগামী বছরই ছোট পর্দায় ফিরছেন বলে কলকাতার দৈনিক আনন্দবাজারকে জানিয়েছেন তিনি। খবর বিডিনিউজের।
অপরাজিতা বলেন, আমার অভিনয় শুরু ছোট পর্দা থেকে। ওখানে আমার প্রচুর দর্শক। তারা আমায় দেখতে পাচ্ছেন না। আমিও ওদের ভালবাসা পাচ্ছি না। উভয়েই বঞ্চিত হচ্ছি। তাই ২০২২-এ আবার ছোট পর্দায় ফিরব। টেলিভিশন অনুষ্ঠান নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। তবে নাটক না কি কোনো অনুষ্ঠান সঞ্চালনা, তা খোলসা করেননি তিনি।
তাহলে কি বড় পর্দা থেকে সরে আসবেন- সে প্রশ্নে অপরাজিতা বলেন, তা তিনি করবেন না। তার মতে, এখন ১৬ দিনে একটি সিনেমার কাজ শেষ হয়ে যায়। সে ক্ষেত্রে তাকে ব্যস্ত থাকতে হয় ১২ দিন। মাসের বাকি দিনগুলো অনায়াসে ধারাবাহিকের কাজ করতে পারবেন তিনি। মৈনাক ভৌমিকের ‘চিনি’র পর প্রেমেন্দুবিকাশ চাকীর আগামী সিনেমায়ও ‘সিঙ্গেল’ মায়ের চরিত্রে অভিনয় করছেন অপরাজিতা।

পূর্ববর্তী নিবন্ধইতিহাস গড়ার দ্বার প্রান্তে ‘মিশন এক্সট্রিম’!
পরবর্তী নিবন্ধমেকআপ ছাড়াই শুটিং করছেন বাপ্পি-মিতু