ছোট দেশগুলোর ওপর কর্তৃত্ব খাটাবে না চীন: শি

| মঙ্গলবার , ২৩ নভেম্বর, ২০২১ at ১০:৫০ পূর্বাহ্ণ

দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা বাড়ার মধ্যেই প্রতিবেশী ছোট দেশগুলোর ওপর কর্তৃত্ব না খাটানোর প্রতিশ্রুতি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শিশ জিনপিং। সোমবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের ১০ সদস্য দেশের নেতাকে এই আশ্বাস দেন তিনি। খবর বিডিনিউজের। আসিয়ান নেতাদের উদ্দেশে সি চিন পিং বলেন, চীন সব সময় আসিয়ানের ভালো প্রতিবেশী, ভালো বন্ধু ও ভালো সহযোগী হিসেবে কাজ করে আসছে। ভবিষ্যতেও সে ধারা বজায় থাকবে। দক্ষিণ চীন সাগর অঞ্চলের সিংহভাগের ওপর চীনের মালিকানা দাবি নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশের সঙ্গে সংঘাত আছে এবং বিষয়টি ওয়াশিংটন এবং টোকিওর জন্য উদ্বেগ সৃষ্টি করেছে। তবে শি বলেন, চীন কখনও ছোট দেশগুলোর ওপর কর্তৃত্ব খাটাতে চায় না কিংবা বড় দেশ হওয়ার সুবিধা নিয়ে তাদের ওপর বলও প্রয়োগ করতে চায় না। অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের প্রবণতা দূর করতে আসিয়ানের সঙ্গে যৌথভাবে কাজ করারও প্রতিশ্রুতি দিয়েছেন শি। শি এর উদ্ধৃতি দিয়ে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, চীন আসিয়ানের ভাল প্রতিবেশী, ভাল বন্ধু ছিল এবং থাকবে।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি!
পরবর্তী নিবন্ধতালেবানের ৮ নির্দেশনা, টিভি নাটকে নারীরা নিষিদ্ধ